রবিবার, ০৫ মে ২০২৪ ইং
  • প্রচ্ছদ

  • বাংলাদেশ

  • রাজনীতি

  • বিশ্ব

  • বাণিজ্য

  • মতামত

  • খেলা

  • বিনোদন

  • চাকরি

  • জীবনযাপন

  • শিক্ষা

  • প্রযুক্তি

  • গ্যাজেটস

  • সড়ক দুর্ঘটনা

  • ধর্ম

  • আইন আদালত

  • জাতীয়

  • নারী

  • সশস্ত্র বাহিনী

  • গণমাধ্যম

  • কৃষি

  • সাহিত্য পাতা

  • মুক্তিযুদ্ধ

  • আইন শৃঙ্খলা

  • আইন শৃঙ্খলা

  • রাজনীতি

    মোহনপুরে চাঁদাবাজি ঠেকাতে গিয়ে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

    রাজশাহী প্রতিনিধি থেকে
    প্রকাশ: ৩১ জানুয়ারী ২০২৪ ইং
          152
    ছবি: বিরোধের জমি
      Print News



    রাজশাহী প্রতিনিধি:




    বুদ্ধি হওয়ার পর কোন দিন দেখিনি এখানে ফসল আবাদ হতে! আমরা নিরুপায়! বাধ্য হয়ে লিখন নামের একজনকে  ১০ বছরের জন্য আমাদের অকেজো জমিগুলো লীজ দিয়েছি। আপনারা আমাদের জমিকে বাঁচান! আমরা অনেক ক্ষতিগ্রস্ত! সাংবাদিকদের কাছে এমন আকুতি নিয়ে কথা বলছিলেন মোহনপুর উপজেলার বাদেজুল গ্রামের অসংখ্য ভুক্তভোগী কৃষক। উল্লেখ্য, ২৭ জানুয়ারি (শনিবার) বিকালে চাঁদা দাবিকে কেন্দ্র করে মারামারির ঘটনায় গ্রেফতার হয় পুকুর মালিক লিটন আলী ওরফে লিখন। লিখন উপজেলার ধুরইল গ্রামের ছদের আলীর ছেলে। সে ছাত্রজীবনে বঙ্গবন্ধুর আদর্শে গড়া ছাত্রলীগের রাজনীতি দিয়ে রাজনৈতিক পথচলা শুরু করে। যা পরবর্তীতে উপজেলার ১ নং ধুরইল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পাই। এরপর দুইটি জাতীয় নির্বাচনে নৌকার পক্ষে ব্যাপক ভুমিকা রেখেছিল এবং ততকালীন এমপি আয়েন উদ্দিনের মনাকর্ষিত করেছিল। সবশেষে গত দ্বাদশ জাতীয় নির্বাচনে নৌকার নমুনেশন আসাদুজ্জামান আসাদ'কে দেওয়া হলে এবারও নৌকার পক্ষে ব্যাপক পরিশ্রম করে। শুধু তাই নয় নিজের পকেট থেকে টাকাও খরচ করেছিল নির্বাচনী কাজে। কিন্তু বর্তমানে এই আসনের সাংসদ পরিবর্তন হওয়ায় লিখন'কে কোনঠাসা করতে একটি পক্ষ চরম চক্রান্তে মেতে উঠেছে।  যার উদাহরন ২৭ জানুয়ারি তাকে গ্রেফতার করা।  

    সেদিনের ঘটনাসূত্রে জানাযায়, ২০২৩ সালে জমি লীজকারি লিখনের আবেদনের প্রেক্ষিতে তৎকালীন সহকারী কমিশনার ভূমি প্রিয়াঙ্কা দাশ জমিটি সরেজমিন গিয়ে দেখতে পান, জমিগুলোতে বাতরাজে (পানা) পরিপূর্ণ। অর্থাৎ ঐ জমিতে পুকুর  ছাড়া কোনভাবেই জমির সদব্যবহার করা সম্ভব নয়। পরে জমি মালিক ও লীজকারি লিখনের প্রচেষ্টায় ঐ স্থানে পুকুর খনন করা হয়। যা গত এক বছর ধরে মাছ চাষ করে আসছিল লিখন। কিন্তু গত বছরে মাটি অত্যন্ত নরম থাকায় মজবুতভাবে পাড় দিতে পারেনি। যা পরবর্তীতে পুকুরের পাড় ধসে যায় এবং পাড়ের মাটি অন্যের জমিতে চলে যায়। জমি মালিক মাটি সরিয়ে নিতে বললে, পুকুর মালিক লিখন আবারও পুকুরটি সংস্কারের জন্য জেলা প্রশাসক বরাবর আবেদন করেন। কৃষকদের চাপে বাধ্য হয়ে লিখন পাড় সংস্কার ও পানি নিস্কাসন ব্যবস্থার জন্য দ্রুত পুকুরে একটি এক্সেভেটর /ভেকু মেশিন নামায়। এরপর শুরু হয় সেখানে চাঁদাদাবি। চাঁদার দাবীতে একের পর এক হুমকি ধামকি দিতে থাকে অন্য ইউনিয়নের অর্থাৎ বাকশিমইল ইউনিয়নের কিছু চিহ্নিত চাঁদাবাজরা। এর মধ্যে বাকশিমইল গ্রামের মৃত ছদেরের ছেলে সেলিম (৪৪),  পোল্লাকুড়ি গ্রামের আনোয়ারের ছেলে সোহেল রানা (২৮),  চান্দোপাড়া গ্রামের মৃত জয়নাল আবেদিনের ছেলে নাজমুল (৪০)সহ একই এলকার আরো ৩/৪ জন। শুধু তাই নয়, ঘটনার দিন তারা ভেকু চালক ও পাহারাদারকে মারধর করে এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এরপর চাঁদাবাজদের হাত থেকে রক্ষা পেতে পুলিশকে ফোন করে লিখন। পুলিশ আসতে দেরি হলে উভয় পক্ষের লোকজন আহত হয়। পরবর্তীতে পুলিশ উপস্থিত হয়ে উভয়কে ছত্রভঙ্গ করে এবং লিখন'কে আটক করে।  

    ঐ ঘটনার পর আরও জটিল ও চমকপ্রদ তথ্য উঠে আসে মিডিয়াকর্মীদের অনুসন্ধানে। আসন্ন উপজেলা নির্বাচনে নিজেদের অবস্থার জানান দেওয়া,  সাবেক এমপি আয়েন উদ্দিনের সাথে রাজনীতি করা ব্যক্তিদের দুরে রাখা এবং ভীতি প্রদর্শন করে ফায়দা হাসিল করার চেষ্টার তথ্য পাওয়া যায়। তবে এই চাঁদাবাজ সিন্ডিকেটের শক্তির যোগানদাতা হিসেবে কয়েকজনের নাম উঠে আসে। এর মধ্য উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মিলন ওরফে মিলন মাস্টার, মোহনপুর উপজেলা আওয়ামী লীগ নেতা ভাতুড়িয়া গ্রামের এনামুল হক ও জেলা যুবলীগের সহসভাপতি আলমগীর মোরশেদ রনজু'র নাম। খোঁজ নিয়ে জানা গেছে, তারা এই চাঁদাবাজদের দীর্ঘদিন থেকে লালন পালন করে আসছে। গত জাতীয় নির্বাচনের কিছুদিন আগে জেলা আওয়ামীলীগ অফিস থেকে সাংসদের মানিব্যগ হাতিয়ে নেয় আনোয়ারের ছেলে সোহেল। পরে এক নেতার প্রচেষ্টায় সেই মানিব্যগ সোহেলের কাছে থেকে উদ্ধার করা হয়। সেল্টার দাতাদের নির্দেশনায়  নির্বাচনের কিছুদিন পুর্বে সেলিম নামের সেই ছেলেটি বর্তমান এমপি'র  প্রচারণার গাড়ি রোধ করেছিল এবং গাড়িতে থাবা মেরেছিল। এছাড়াও এমপি নমুনেশেনর পর জাহানাবাদ ইউনিয়ন চেয়ারম্যান হযরত আলীর থেকে চাঁদাদাবি করে হুমকি ধামকি দিয়েছে সেলিম। এমন অসংখ্য লোমহর্ষক ঘটনাও রয়েছে এই বাহিনীর বিরুদ্ধে। তবে স্থানীয়দের অভিযোগ, আওয়ামীলীগেরই একটি মহল বর্তমান এমপি'র সুনাম ক্ষুন্ন ও আসন্ন নির্বাচনের মাঠ অস্থিতিশীল করতে এই চক্রটি কাজ করছে। এখনই লাগাম না টানলে আগামীতে চরম ক্ষতি হবে বলে ধারনা করছেন তারা। পরে বিষয়টি নিয়ে মোহনপুর উপজেলার  সহকারি কমিশনার (ভূমি) মিথিলা দাসের সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান, ঘটনার পর আমি ও ইউএনও স্যার গিয়েছি। সেখানকার জমিতে কুচুড়িপানা রয়েছে। যেহেতু সেখানে কোন অনুমতি দেওয়া হয়নি, তাই এটি অবৈধ। 

    বিষয়টি নিয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ হরিদাস মন্ডলের সাথে কথা বললে তিনি জানান, সেখানে লিখন নামের একজন পুকুর খনন ও সংস্কার করছিল। অন্য একটি গ্রুপের সাথে খননকারিদের  ঝামেলা হয়। এরপর বিভিন্ন নাম্বার থেকে পুলিশকে অবগত করলে দ্রুত পুলিশ সেখানে উপস্থিত হয়। এরপর পরিবেশ বুঝে পুকুর খননকারি লিখন'কে আটক করা হয়। পরে আহতদের মধ্যে একজন বাদি হয়ে মামলা করলে, লিখন'কে গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।

    এদিকে পুকুরের সেই মারামারির পর কঠিন বিপদে পড়েছে বাদেজুল এলাকার কৃষকরা। তাদের দাবি, আমাদের এলাকার বাইরের কিছু লোক এখানে চাঁদা চাইতে আসলো, সেখানে পুকুরের লোকজনকেই মারধর করলো, আবার তাদেরকে না গ্রেফতার করে উল্টো পুকুর মালিককে গ্রেফতার করলো? আমরা ভুক্তোভুগী, আমরা পুলিশকে ফোন করেছিলাম! কার নির্দেশনায় লিখন'কে গ্রেফতার করেছে, আমরা জানতে চাই?


    মুক্তির ৭১/নিউজ/সমিত

    আপনার মন্তব্য লিখুন
    Total Visitors : 494932

    সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহিদ আজিজ

            ৪৪৮ বাউনিয়া,তুরাগ,ওয়ার্ড নং ৫২

            ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ঢাকা থেকে প্রচারিত এবং প্রকাশিত।

            যোগাযোগ -০১৭৯৫২৫২১৪২

            ইমেইল -shahidazizmoonna@gmail.com