রবিবার, ০৫ মে ২০২৪ ইং
  • প্রচ্ছদ

  • বাংলাদেশ

  • রাজনীতি

  • বিশ্ব

  • বাণিজ্য

  • মতামত

  • খেলা

  • বিনোদন

  • চাকরি

  • জীবনযাপন

  • শিক্ষা

  • প্রযুক্তি

  • গ্যাজেটস

  • সড়ক দুর্ঘটনা

  • ধর্ম

  • আইন আদালত

  • জাতীয়

  • নারী

  • সশস্ত্র বাহিনী

  • গণমাধ্যম

  • কৃষি

  • সাহিত্য পাতা

  • মুক্তিযুদ্ধ

  • আইন শৃঙ্খলা

  • আইন শৃঙ্খলা

  • রাজনীতি

    নৌকায় ভোট চেয়ে সমালোচনা মুখে বিএনপির নেতা

    দিনাজপুর প্রতিনিধি থেকে
    প্রকাশ: ০৯ জানুয়ারী ২০২৪ ইং
          152
    ছবি: নৌকায় ভোট দেন বিএনপি নেতা এটিএম সুজাউদ্দীন লুহিন শাহ্
      Print News

    দিনাজপুর প্রতিনিধি:



    গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করলেও দিনাজপুর-৪ (খানসামা ও চিরিরবন্দর) আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর ভোট  চেয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন বিএনপি নেতা এটিএম সুজাউদ্দীন লুহিন শাহ্। 


    তিনি খানসামা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান।


    তাঁর নিজ ভোটকেন্দ্র উপজেলার মারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট প্রদান শেষে স্থানীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারের, একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে আজ মঙ্গলবার (৯ জানুয়ারি) আওয়ামী লীগ, বিএনপির নেতা-কর্মী ও সাধারণ জনগণের মধ্যে চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে।


    এর আগেও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শোক দিবস, প্রধানমন্ত্রীর জন্মদিনসহ আওয়ামী লীগের বিভিন্ন অনুষ্ঠানের ব্যানার ছড়িয়ে দিয়েছিলেন। সেই থেকেই আলোচনা-সমালোচনার জন্ম।


    সেই ভিডিওতে বিএনপি নেতা লুহিন শাহ্ বলেন, 'এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হবে। আমি যেহেতু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান আর এর প্রধান উপদেষ্টা হলো আবুল হাসান মাহমুদ আলী এমপি মহোদয়। তাই জনস্বার্থে তাঁকে বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করতে তরুণ ও যুব প্রজন্মসহ খানসামা-চিরিরবন্দর উপজেলার ভোটারদের আহ্বান জানাচ্ছি।'


    এই নেতার ভোট দেওয়া ছবি ও ভিডিও পোস্ট করে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. রুবেল ইসলাম ফেসবুকে ওয়ালে লিখেন, 'নির্বাচন না আসলে দলের মধ্যে ঘাপটি মেরে থাকা বেঈমান গুলারে চেনা যেত না। এখনি সময় দল থেকে এসব আগাছা গুলারে ছাঁটাই করে ফেলার। আজীবনের জন্য বহিষ্কার করতে হবে এসব শাহাজাহান ওমরদের। তিনি আরো লিখেন, যদিও পূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার করে পরবর্তীতে আবার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছিলো, কিন্তু তারপরও উনি শোধরায়নি। ছাত্রদলের একজন কর্মী হিসেবে আমার ভাবতেই অবাক লাগতেছে উনি একসময় ছাত্রদলের প্রতিনিধিত্ব করছেন।’


    উপজেলা যুবদলের আহ্বায়ক ওবায়দুর রহমান বলেন, 'কেন্দ্র ঘোষিত এ ডামি নির্বাচন আমরা প্রত্যাখান করেছি। দলীয় সিদ্ধান্ত যখন আমরা সকলে মেনে নিয়েছি। লুহিন শাহ্ যে ভোট দিবে এবং ভোট চাইবে সেটা আমার কল্পনার বাইরে। আমি দলীয় হাইকমান্ডকে জানাবো যেন, সর্বোচ্চ ব্যবস্থা করে।'


    উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রবিউল আলম তুহিন বলেন, 'দলের দুর্দিনে যারা দলীয় সিদ্ধান্ত অমান্য করে তাঁরা হল সুবিধাবাদী। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করছি।'



    মুক্তির ৭১/নিউজ /আজিজার 

    আপনার মন্তব্য লিখুন
    Total Visitors : 494862

    সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহিদ আজিজ

            ৪৪৮ বাউনিয়া,তুরাগ,ওয়ার্ড নং ৫২

            ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ঢাকা থেকে প্রচারিত এবং প্রকাশিত।

            যোগাযোগ -০১৭৯৫২৫২১৪২

            ইমেইল -shahidazizmoonna@gmail.com