রবিবার, ০৫ মে ২০২৪ ইং
  • প্রচ্ছদ

  • বাংলাদেশ

  • রাজনীতি

  • বিশ্ব

  • বাণিজ্য

  • মতামত

  • খেলা

  • বিনোদন

  • চাকরি

  • জীবনযাপন

  • শিক্ষা

  • প্রযুক্তি

  • গ্যাজেটস

  • সড়ক দুর্ঘটনা

  • ধর্ম

  • আইন আদালত

  • জাতীয়

  • নারী

  • সশস্ত্র বাহিনী

  • গণমাধ্যম

  • কৃষি

  • সাহিত্য পাতা

  • মুক্তিযুদ্ধ

  • আইন শৃঙ্খলা

  • আইন শৃঙ্খলা

  • রাজনীতি

    বরিশাল-২ আসনে মেননের নৌকার পালে হাওয়া

    বানারীপাড়া প্রতিনিধি থেকে
    প্রকাশ: ০৬ জানুয়ারী ২০২৪ ইং
          140
    ছবি: নৌকার প্রার্থী রাশেদ খান মেনন
      Print News


    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:



    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দরজায় কড়া নাড়ছে। রাত পোহালেই ভোট। এ নির্বাচনে বরিশাল-২(বানারীপাড়া-উজিরপুর) আসনে ১৪ দলীয় জোটের প্রার্থী ওয়ার্কার্সপার্টির সভাপতি মহান মুক্তিযুদ্ধের সংগঠক,৫ বারের এমপি, ডাকসুর সাবেক ভিপি ও সাবেক মন্ত্রী আলহাজ¦ রাশেদ খান মেননের নৌকার পালে হাওয়া লেগেছে। শুরুতে নৌকার সঙ্গে শেরে বাংলার দৌহিত্র স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগ নেতা একে ফাইয়াজুল হক রাজুর ঈগল প্রতীকের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেলেও দিন যত ঘনিয়ে আসে নৌকার পালে তত হাওয়া লেগে যায়। নৌকার সমর্থক নেতা-কর্মীদের ওপর ঈগল প্রতীকের সমর্থকদের হামলার ঘটনা ও এ নিয়ে ঈগল প্রতীকের নির্বাচন পরিচালনার প্রধান সমন্বয়কারী বানারীপাড়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জিয়াউল হক মিন্টুসহ নামধারী ২৪ ও অজ্ঞাত নামা ৪৫/৫০জন  নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা এবং তাদের তিন কর্মী গ্রেফতারের পর থেকে নির্বাচনী রাজনীতি নতুন মোড় নেয়।নির্বাচনের পুরো মাঠ নৌকার দখলে চলে যায়।


    এছাড়া প্রতীক বরাদ্দের পর থেকে বানারীপাড়ার জনপ্রিয় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ গোলাম ফারুক,পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা, উজিরপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আ. মজিদ সিকদার বাচ্চু,সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাফিজুর রহমান ইকবাল,উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন এবং সাধারণ সম্পাদক ও উজিরপুর পৌর মেয়র গিয়াস উদ্দিনের দূরদর্শি নেতৃত্বে দুই উপজেলার আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা একাট্টা হয়ে শীতের কুয়াশাভেজা কাকডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত বিরামহীন প্রচার-প্রচারণা,গণসংযোগ,ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকারের অভূতপূর্ব উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে ও নতুন করে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা করেন। প্রার্থীর সঙ্গে গণসংযোগ,উঠান বৈঠক ও পথসভায় বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস,কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আনিসুর রহমান ও বরিশালের সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সৈয়দা রুকিনা আক্তার মিরাসহ উপজেলা,জেলা ও কেন্দ্রীয় নেতাদের সরব উপস্থিতি নির্বাচনী মাঠ উৎসবমূখর করে তোলে। এছাড়া নির্বাচনকে কেন্দ্র করে সম্প্রতি বানারীপাড়ায় দলীয় কার্যালয়ে দুই উপজেলার আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিদের নিয়ে বঙ্গবন্ধুর ভাগ্নে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চিফ হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আবুল হাসানাত আব্দুল্লাহ এক মতবিনিময় সভা করেন। ওই সভায় তার দিকনির্দেশনা ও নৌকায় ভোট চেয়ে আবেগময় বক্তৃতা নেতা-কর্মী ও সমর্থকদের নবরূপে উজ্জীবিত করে তোলে।


    এদিকে প্রচারণার শেষ দিন স্বতন্ত্র প্রার্র্থী ও তিন বারের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মো. মনিরুল ইসলাম মনি নৌকার প্রার্থী রাশেদ খান মেননকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান। ফলে নির্বাচনী রাজনীতিতে নয়া মেরুকরণের সৃষ্টি হয়। এ আসনে অপর প্রার্থীরা হলেন,কৃষক শ্রমিক জনতা লীগের গামছা প্রতীকের প্রার্থী সঙ্গীত শিল্পি নকুল কুমার বিশ্বাস,তৃনমূল বিএনপির সোনালী আঁশ প্রতীকের  প্রার্থী শাহজাহান সিরাজ ও এনপিপির আম প্রতীকের প্রার্থী সাহেব আলী রনি। প্রসঙ্গত,বরিশাল-২ আসনে মোট ভোটার তিন লাখ ৫৮ হাজার ২৪৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৮২ হাজার তিনশত ৬৮, আর নারী ভোটার এক লাখ ৭৫ হাজার আটশ’ ৭৭ জন। মোট কেন্দ্র সংখ্যা ১৩৭টি। এর মধ্যে বানারীপাড়ায় ৫৩ ও উজিরপুরে ৮৪টি কেন্দ্র।

    মুক্তির ৭১/নিউজ /রাহাদ

    আপনার মন্তব্য লিখুন
    Total Visitors : 495202

    সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহিদ আজিজ

            ৪৪৮ বাউনিয়া,তুরাগ,ওয়ার্ড নং ৫২

            ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ঢাকা থেকে প্রচারিত এবং প্রকাশিত।

            যোগাযোগ -০১৭৯৫২৫২১৪২

            ইমেইল -shahidazizmoonna@gmail.com