সোমবার, ০৭ অক্টোবর ২০২৪ ইং
  • প্রচ্ছদ

  • বাংলাদেশ

  • রাজনীতি

  • বিশ্ব

  • বাণিজ্য

  • মতামত

  • খেলা

  • বিনোদন

  • চাকরি

  • জীবনযাপন

  • শিক্ষা

  • প্রযুক্তি

  • গ্যাজেটস

  • সড়ক দুর্ঘটনা

  • ধর্ম

  • আইন আদালত

  • জাতীয়

  • নারী

  • সশস্ত্র বাহিনী

  • গণমাধ্যম

  • কৃষি

  • সাহিত্য পাতা

  • মুক্তিযুদ্ধ

  • আইন শৃঙ্খলা

  • আইন শৃঙ্খলা

  • রাজনীতি

    বাগমারায় হরতালেও স্বাভাবিক যান চলাচল,মানছে না কেউ

    বাগমারা প্রতিনিধি থেকে
    প্রকাশ: ২০ নভেম্বর ২০২৩ ইং
          688
    ছবি: বাগমারায় হরতালেও স্বাভাবিক যান চলাচল,মানছে না কেউ
      Print News

     বাগমারা প্রতিনিধি:



    রাজশাহী বাগমারায়  বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার হরতালে বাগমারায় বিভিন্ন যান চলাচল ছিল স্বাভাবিক। স্কুল কলেজ অফিস আদালত ও হাট বাজার  চলেছে স্বাভাবিক। বাগমারা ও আশে-পাশের এলাকায় হরতালের তেমন কোন প্রভাব পরিলক্ষিত হয়নি।  

    গত দুই দিন বাগমারায়  হরতালকে উপেক্ষা করে সিএনজি, অটোরিকশা, ট্রাক,ট্রলি, ভ্যানগাড়ি বিভিন্ন যানবাহনের চলাচল ছিল স্বাভাবিক। এছাড়াও গতকাল সোমবার ভবানীগঞ্জ ও তাহেরপুর হাট বিভিন্ন হাট বাজারে ক্রেতা সমাগম ও পন্যের আমদানী রপ্তানী ছিল স্বাভাবিত নিয়মে। 

    অফিস, আদালত ও বিভিন্ন সরকারি-বেসরকারি দফতরগুলোর কার্যক্রমও চলছে আগের নিয়মে। এছাড়া বাগমারা উপজেলা সদর ভবানীগঞ্জ বাজার সহ  কোথাও কোনো পিকেটিং বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ন  মোড়ে ও অফিস পাড়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপর থাকতে দেখা গেছে। এলাকার রাস্তায় রাস্তায় ছিল পুলিশের টহল। 

    গতকাল সোমবার সকাল থেকে বাগমারার ভবানীগঞ্জ, তাহেরপুর, মোহনগঞ্জ, হাটগাঙ্গোপাড়া, মচমইল এলাকা ঘুরে দেখা গেছে কোথাও হরতাল সমর্থনে চোখে পড়েনি পিকেটিং বা মিছিল। এছাড়া বিভিন্ন স্কুল কলেজে ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল চোখে পাড়ার মত। সরকারি প্রাইমারি স্কুল গুলোতে যথারীতি বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে ভবানীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্তরে উপস্থিত ছিলেন বেশ কিছু অভিভাবক। তারা জানান, দেড়টায় তার মেয়ের পরীক্ষা শুরু হবে। এ জন্য তিনি মেয়েকে স্কুলে পৌছে দিতে এসেছেন। আবার পরীক্ষা শেষে মেয়েকে নিতে আসবেন। তার মতে, হরতালের কারণে নয়। এমনিতেই পরীক্ষার সময় মেয়েকে তিনি স্কুলে পৌছে দেন আবার নিয়ে যান। স্কুলের পাশেই ভবানীগঞ্জ হাটে আপেল কমলা আঙ্গুর বিক্রি করেন মোহনগঞ্জের রবিউল। তিনি জানান, সকাল নাটোরের আড়ৎ থেকে পাইকারি ফলমুল কিনে ভবানীগঞ্জ হাটে খুরচা বিক্রি করেন। তার মতে, হরতালের কারণে নাটোর থেকে মালামাল আনতে তার কোন সমস্যা হয়নি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা জানান, হরতাল- অবরোধের কারণে তাদের দৈনন্দিন কার্যক্রমে কোন প্রভাব পড়েনি। তারা নিয়মিত অফিস ও ফিল্ড ভিজিট করছেন। 

    বাগমারা থানার অফিসার ইনচার্জ(ওসি) আমিনুল ইসলাম জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এ,এফ,এম আবু সুফিয়ান জানান, জনগনের জানমাল রক্ষার্থে প্রশাসন তৎপর রয়েছে। 




    মুক্তির ৭১ /নিউজ/সমিত

    আপনার মন্তব্য লিখুন
    Total Visitors : 725692