শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩ ইং
  • প্রচ্ছদ

  • বাংলাদেশ

  • রাজনীতি

  • বিশ্ব

  • বাণিজ্য

  • মতামত

  • খেলা

  • বিনোদন

  • চাকরি

  • জীবনযাপন

  • শিক্ষা

  • প্রযুক্তি

  • গ্যাজেটস

  • সড়ক দুর্ঘটনা

  • ধর্ম

  • আইন আদালত

  • জাতীয়

  • নারী

  • সশস্ত্র বাহিনী

  • গণমাধ্যম

  • কৃষি

  • সাহিত্য পাতা

  • মুক্তিযুদ্ধ

  • আইন শৃঙ্খলা

  • আইন শৃঙ্খলা

  • রাজনীতি

    কলাপাড়ায় গাজী বাচ্চু'র তৃণমূল বিএনপিতে যোগদানের গুঞ্জন

    কলাপাড়া প্রতিনিধি থেকে
    প্রকাশ: ২০ নভেম্বর ২০২৩ ইং
          103
    ছবি: গাজী বাচ্চু
      Print News



    কলাপাড়া প্রতিনিধি:


    পটুয়াখালী কলাপাড়ায় দ্বাদশ জাতীয় সংসদ  নির্বাচনকে সামনে রেখে সাবেক কলাপাড়া পৌর বিএনপির সংগঠনিক সম্পাদক সাবেক যুবদলের সাধারণ সম্পাদক গাজী আব্বাসউদ্দিন বাচ্চুর তৃণমূল বিএনপিতে যোগদানের গুঞ্জন শোনা যাচ্ছে। জানা যায় গত একমাস আগে বিএনপির  হেভি ওয়েট দুই নেতা সাবেক পররাষ্ট্রমন্ত্রী শামসের মুবিন চৌধুরী সভাপতি ও তৌয়েবুল  আলম খন্দকার সাধারণ সম্পাদক ঘোষণা করে তৃণমূল বিএনপি নামে একটি রাজনৈতিক দল গঠন করেন।পরবর্তীতে গমের শীষ প্রতিক চেয়ে  তারা দলের নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনারের কাছে নিবন্ধন চাইলে তাদেরকে গমের শীষ প্রতিক  দিয়ে নিবন্ধন দেয় নির্বাচন কমিশন।


    গত সপ্তহে প্রধান নির্বাচন কমিশনার সিইসি  কর্তৃক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করার পর তৃণমূল বিএনপি ৩০০ আসনে তাদের দলীয় প্রার্থী দেওয়া হবে বলে ঘোষণা করেন দলীয় হাই কমান্ড। এরপর তারা সারা দেশে বিএনপির নিষ্ক্রিয় নেতাদের সাথে যোগাযোগ শুরু করে।একটি বিশ্বস্ত সূত্রে জানা যায় ১১৪ পটুয়াখালী -৪ কলাপাড়া রাঙ্গাবালী আসনে এক সময় বিএনপি নেতা গাজী আব্বাস উদ্দিন বাচ্চুর  সাথে একাধিকবার বৈঠক করে তৃণমূল বিএনপি কেন্দ্রীয় নেতারা। তাদের দলে যোগ দিয়ে    মনোনয়ন নেওয়ার প্রস্তাব দেওয়া হয় বলে ওই সূত্রে থেকে জানা যায়। এ ব্যাপারে গাজী আব্বাস উদ্দিন বাচ্চুর কাছে জানতে চাইলে তিনি বলেন, তৃণমূল-বিএনপি'র কেন্দ্রীয় নেতারা আমাকে একাধিকবার তাদের দলে যোগ দিয়ে গমের শীষ প্রতিক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করার প্রস্তাব দেয় কিন্তু আমি তাতে রাজি হইনি। যে দেশে ১৬০ জন এমপি বিনা ভোটে নির্বাচিত হয় তার  প্রতিবাদ হিসাবে সাধারণ জনগণ ভোটের অধিকার ফিরিয়ে এনে যাতে তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সেজন্য নিজেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী৪ আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করব। আমি ২০০৮সালে  উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান নির্বাচন করে ২৩ হাজার ভোট পেয়েছি আশা করি জনগণ আমাকে মূল্যায়ন করবে। তবে গাজী আব্বাস উদ্দিন বাচ্চু মহাজোট সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশ আওয়ামী লীগ কলাপাড়া  উপজেলা শাখায় যোগদান করেছিল কিন্তু সেখানে কোন সুবিধা করতে পারেনি তিনি বর্তমানে রাজনীতি থেকে নিষ্ক্রিয় রয়েছে।  কলাপাড়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক কবিরুল  ইসলাম মুধা বলেন,তৃণমূল বিএনপি বলতে কোন শব্দ নেই। তৃণমূল বিএনপি হচ্ছি আমরা দলের সাধারণ নেতাকর্মীরা কিছু দল ছুট হাইব্রিড নেতারা তৃণমূল-বিএনপির নামে একটি রাজনৈতিক দল গঠন করেছে তাদের কোন অস্তিত্ব নেই তাদের বিরুদ্ধে আমি নিজে বাদী হয়ে মামলা দায়ের করব।

    মুক্তির ৭১/নিউজ /রাসেল

    আপনার মন্তব্য লিখুন
    Total Visitors : 358792

    সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহিদ আজিজ

            ৪৪৮ বাউনিয়া,তুরাগ,ওয়ার্ড নং ৫২

            ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ঢাকা থেকে প্রচারিত এবং প্রকাশিত।

            যোগাযোগ -০১৭৫৫৫১৬৯২১

            ইমেইল -info@muktir71news.com