পূর্বধলা প্রতিনিধি :
নেত্রকোনার পূর্বধলায় ১০ বোতল ভারতীয় মদসহ মোঃ আনোয়ার হোসেন (১৯) এবং মো: মাহাদী হাসান (১৮) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ। বৃহস্পতিবার (২৯ আগষ্ট) রাত পৌনে ১০ টায় উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের জালগুকা সাকিনস্থ পাঁকা রাস্তায় তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত- আনোয়ার নেত্রকোণার জেলাধীন দুর্গাপুর উপজেলার লোহাচুড়া গ্রামের বাবুল মিয়ার ছেলে এবং মাহাদী হাসান একই গ্রামের আঃ জব্বারের ছেলে।
পূর্বধলা থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন যাবৎ এলাকায় ভ্রাম্যমাণ ভাবে মাদক বিক্রি করে আসছিল। বিশেষ অভিযান চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের (পুলিশ পরিদর্শক) ইনচার্জ মুহাম্মদ রাশেদুল ইসলাম সঙ্গীয় ফোর্স আসামীদের গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে
মুক্তির ৭১/নিউজ/ মামুন
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহিদ আজিজ
৪৪৮ বাউনিয়া,তুরাগ,ওয়ার্ড নং ৫২
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ঢাকা থেকে প্রচারিত এবং প্রকাশিত।
যোগাযোগ -০১৭৫৫৫১৬৯২১
ইমেইল -info@muktir71news.com