সংবাদ বিজ্ঞপ্তি:
বাংলাদেশ গলফ ফেডারেশনের তত্ত্বাবধানে ২০ হতে ২১ সেপ্টেম্বর ২০২৩ দু'দিন ব্যাপী দেশের ১২টি ক্লাবের মধ্যে অনুষ্ঠিত ‘৭ম ফেডারেশন কাপ গলফ চ্যাম্পিয়নশীপ ২০২৩ ' অদ্য কুর্মিটোলা গলফ কোর্সে সমাপ্ত হয়।
প্রতিযোগিতায় কুর্মিটোলা গলফ ক্লাব চ্যাম্পিয়ন ও আর্মি গলফ ক্লাব রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে। ব্যক্তিগত (পুরুষ) চ্যাম্পিয়ন হন ময়নামতি গলফ এন্ড কান্ট্রি ক্লাবের ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদ হাসান, ব্যক্তিগত (মহিলা) চ্যাম্পিয়ন হন কুর্মিটোলা গলফ ক্লাবের মিসেস এ্যাগনেস শামালী নাকানজাকো ও ব্যক্তিগত (জুনিয়র) চ্যাম্পিয়ন হন কুর্মিটোলা গলফ ক্লাবের মাস্টার সাবরুন জামিল বিন আজাদ।
মেজর জেনারেল মোঃ জহিরুল ইসলাম, এসজিপি, এনডিসি, পিএসসি, মাস্টার জেনারেল অব দি অর্ডন্যান্স, বাংলাদেশ সেনাবাহিনী এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশ গলফ ফেডারেশন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
টুর্নামেন্টে অংশগ্রহনকারী সম্মানীত সদস্যগণ ছাড়াও বাংলাদেশ গলফ ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাহবুবুস সামাদ চৌধুরী, বিএসপি, এনডিসি, পিএসসি, টুর্নামেন্ট ডাইরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজা খান (অবঃ), যুগ্ম সচিব কর্নেল মোঃ শহীদুল হক (অবঃ), চীফ কোঅর্ডিনেটর লেঃ কর্নেল আহসান আজিজ (অবঃ) এবং সংশ্লিষ্ট পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহিদ আজিজ
৪৪৮ বাউনিয়া,তুরাগ,ওয়ার্ড নং ৫২
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ঢাকা থেকে প্রচারিত এবং প্রকাশিত।
যোগাযোগ -০১৭৫৫৫১৬৯২১
ইমেইল -info@muktir71news.com