নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনার দুর্গাপুর উপজেলা ভারতীয় ৯৯ বস্তা চিনি আটক করেছে পুলিশ।
এ সময় চোরাচালান কাজে পরিবহনের ট্রাক জব্দ করা হয়েছে।
গতকাল সোমবার রাতে উপজেলার শিমুলতলী এলাকা থেকে চিনি আটক করা হয়। সে-সময় ট্রাক চালক পালিয়ে যায়।
পুলিশ জানায়,সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ পথে ভারত সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আসা ভারতীয় চোরাই চিনি পাচারকালে একটি ট্রাকের ভিতরে প্রতি বস্তায় ভরা ৪৫ কেজির ৯৯ বস্তা চিনি আটক করা হয়। আটক করা চিনির বর্তমান বাজার মূল্য ৪ লাখ ৯০ হাজার ৫০ টাকা।
পুলিশ আরও জানায়,সীমান্ত দিয়ে এই চিনিগুলো দেশে প্রবেশ করার পর বস্তা পাল্টিয়ে বিভিন্ন উপজেলায় বাজারে বিক্রি করা হয়।
দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্বাস আলী জানান,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতীয় চিনিসহ ট্রাক জব্দ করা হয়। তবে কাউকেই আটক করা যায়নি। ট্রাক চালক পালিয়ে যায়।
মুক্তির ৭১/নিউজ /কামরুল
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহিদ আজিজ
৪৪৮ বাউনিয়া,তুরাগ,ওয়ার্ড নং ৫২
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ঢাকা থেকে প্রচারিত এবং প্রকাশিত।
যোগাযোগ -০১৭৫৫৫১৬৯২১
ইমেইল -info@muktir71news.com