বরুণ হালদার:
বাংলার এক বীর সন্তান, বিদ্যাসাগর নাম।
সুখ্যাতি তাঁর সারাদেশে,
বীরসিংহ তাঁর ধাম।
বাল্য বিবাহ প্রতিরোধে,
তাঁর অনেক বড় ভূমিকা।
অনেকেই সাথে ছিলেন,
কিন্তু নায়ক তিনি একা।
নারী শিক্ষা আন্দোলনে,
তাঁর অনেক বড় অবদান।
পুত্রের সাথে বিধবাকে বিবাহ দিয়ে,
বিধবাকে করলেন নতুন জীবন দান।
বাংলায় নবজাগরণের, প্রাণপুরুষ বিদ্যাসাগর।
মধু কবিকে সাহায্য করতেন,
সত্যি তিনি দয়ার সাগর।
অনেক জ্ঞানে জ্ঞানী তিনি,
দুঃখীর দুখে কাঁদত তাঁর হৃদয়।
বাংলা লিপি সংস্কার করে,
আমাদের দিলেন বর্ণপরিচয়।
বর্ণপরিচয় পড়ে বড় হয়েছি, শিখেছি মাতৃভাষা।
বর্ণপরিচয় বাংলা শেখার স্বরলিপি,
আমাদের গভীর ভালোবাসা।
এমন মহান মানুষ চলে গিয়েও,
সব সময় আছেন আমাদের সাথে।
এখনো তিনি আলো জ্বালেন,
তাঁর রচনাবলী আছে আমাদের হাতে।
হে মহামানব সংস্কারের প্রদীপ শিখা,
তোমায় পড়ে ধন্য হয়েছি আমি।
তোমার চরণে আমার নত মস্তক,
আমার প্রণাম গ্রহন করো তুমি।
আমার প্রণাম গ্রহন করো তুমি।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহিদ আজিজ
৪৪৮ বাউনিয়া,তুরাগ,ওয়ার্ড নং ৫২
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ঢাকা থেকে প্রচারিত এবং প্রকাশিত।
যোগাযোগ -০১৭৫৫৫১৬৯২১
ইমেইল -info@muktir71news.com