নিউজ ডেস্কঃ
ভূমিকম্পে আবারও কেঁপে উঠেছে রাজধানী ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকা বিশেষ করে গাজীপুর ও ময়মনসিংহ এলাকা। গুগলের তথ্য বলছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.২। এছাড়া এই মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে ময়মনসিংহ জেলাও। ভূমিকম্পের উৎপত্তিস্থল মুক্তাগাছ জেলা।
রোববার দুপুর ১২টা ৫০ মিনিটে এ কম্পন অনুভূত হয়।
ঢাকা ও প্বার্শবর্তী এলাকার ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল গাজীপুরের কালিয়াকৈর থেকে ১২ কিলোমিটার দূরে। এ কম্পনের ফলে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। অন্যদিকে ময়মনসিংহ জেলার ভূমিকম্পের উৎপত্তিস্থল মুক্তাগাছ।
উল্লেখ, গত ১৪ আগস্ট রাত ৮টা ৫০ মিনিটের দিকে রাজধানীসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৫। তবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহিদ আজিজ
যোগাযোগ -০১৭৫৫৫১৬৯২১
ইমেইল - info@muktir71news.com