টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ভূঞাপুর বাজারে অভিযান চালিয়ে তিন দোকানিকে মূল্য তালিকা না থাকায় ৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৬ই সেপ্টেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বেলাল হোসেন।
জানা যায়, আলু পেঁয়াজ ও গ্যাসের দোকানে মূল্য তালিকা না থাকায় জাহিদ স্টোরের মালিক জাহিদুল ইসলামকে ৫ হাজার, আলু পেঁয়াজের দোকানদার শামীমকে ৫ শ মোঃ আক্তার হোসেনকে ৫ শ টাকা জরিমানা করা হয়েছে।
পরে পুরাতন কাঁচা বাজারের মানুষ চলাচলের রাস্তা দখল করে ফুটপাতে দোকান বসানোর অপরাধে বিশেষ সতর্কতা দিয়ে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বেলাল হোসেন। তিনি সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যবসায়ীকে সর্তকতা মূলক জরিমানা করা হয়েছে। তারা সংশোধিত না হলে পরবর্তীতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
মোহাম্মদ সোহেল (টাঙ্গাইল) জেলা প্রতিনিধিঃ
০১৭১০৬৭২২৫৫
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহিদ আজিজ
৪৪৮ বাউনিয়া,তুরাগ,ওয়ার্ড নং ৫২
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ঢাকা থেকে প্রচারিত এবং প্রকাশিত।
যোগাযোগ -০১৭৫৫৫১৬৯২১
ইমেইল -info@muktir71news.com