টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের বটতলা নামক স্থান থেকে কবির হোসেন নামের এক ভ্যান চালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন ঘাটাইল থানা পুলিশ।
শনিবার (১৬ সেপ্টেম্বর ) সকালে উপজেলা সংগ্রামপুর ইউনিয়নের বটতলা বাজারে ভ্যানের চার্জ দেওয়া গ্যারেজ থেকে নিহত ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করে ঘাটাইল থানা পুলিশ।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ লোকমান হোসেন এ বিষয়টি নিশ্চিত করে জানান নিহত কবির উপজেলার ধুপা খাগরাটা গ্রামে আবদুল সামাদের এর ছেলে সে পেশায় একজন ভ্যান চালক তার দুটি পিকআপ আছে।
তিনি আরও বলেন নিহতের ঝুলন্ত লাশ উদ্ধার করে শেখ হাসিনা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানানো হবে।
মুক্তির ৭১/নিউজ/সোহেল
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহিদ আজিজ
৪৪৮ বাউনিয়া,তুরাগ,ওয়ার্ড নং ৫২
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ঢাকা থেকে প্রচারিত এবং প্রকাশিত।
যোগাযোগ -০১৭৫৫৫১৬৯২১
ইমেইল -info@muktir71news.com