ভারতী বন্দোপাধ্যায়:
ঘোমটা কাপড় মাঠের ধারে
ঘোমটা কাপড় দাওয়ার কোণে
ঘোমটা কাপড় দিঘির ধারে
কলসী ভরে আপন মনে।
ঘোমটা কাপড় উঠোন নিকোয়
ঘোমটা কাপড় বাসন মাজে
ঘোমটা কাপড় রান্না চাপায়
ভাত আগলে রাত্রি জাগে।
ঘোমটা কাপড় হঠাৎ দেখে
আকাশ জুড়ে সকাল হলো
জ্যোতির্বলয় দিব্যপুরুষ
ঘোমটা কাপড় বাইরে এলো।
ঘোমটা কাপড় উঠোন পেরোয়
ঘোমটা কাপড় শিকল ভাঙ্গা
ঘোমটা কাপড় অ -আ -ক -খ
আগুন ছুঁয়ে বর্ণমালা।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহিদ আজিজ
৪৪৮ বাউনিয়া,তুরাগ,ওয়ার্ড নং ৫২
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ঢাকা থেকে প্রচারিত এবং প্রকাশিত।
যোগাযোগ -০১৭৫৫৫১৬৯২১
ইমেইল -info@muktir71news.com