টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ভূঞাপুরে এক গৃহবধূকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভূঞাপুর পৌর এলাকার গণেশ মোড় নামক স্থানে ভাড়া করা জহুরুল ইসলামের বাসার তিনতলায় বক্স খাটের ভিতর থেকে মুনিয়া খান (৩২) নামে মরদেহ উদ্ধার করে ভূঞাপুর থানা পুলিশ।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ স্বামী মোস্তাক আহমেদের সাথে স্ত্রীর সাথে আত্ম কলহ চলে আসছিলো। তার প্রবাসী স্বামী গত ডিসেম্বরে ব্রুনাই থেকে দেশে আসলে স্বামী স্ত্রীর উভয়ের মধ্যে দাম্পত্য কলহ বেড়েই চলে। এরই জেরে শুক্রবার তার নিজ ভাড়া বাসায় হত্যা করে বক্স খাটের নিচে রেখে দিয়ে স্বামী মোস্তাক পাসপোর্ট সহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে পালিয়ে যায়।
নিহতের ঘরে ১০ বছর ও ৪ বছর বয়সের দুটি পুত্র সন্তান রয়েছে। নিহত ব্যক্তি টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নলিন বাজারের নুরুল ইসলামের মেয়ে। তার স্বামী মোস্তাক আহমেদ একই উপজেলার বাগুয়াটা গ্রামের আজমত আলীর ছেলে।
এ বিষয়ে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আহসানুল্লাহ জানান, আইনি কার্যক্রম চলছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য দেওয়া হবে।
মুক্তির ৭১/নিউজ /সোহেল
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহিদ আজিজ
যোগাযোগ -০১৭৫৫৫১৬৯২১
ইমেইল - info@muktir71news.com