নিজস্ব প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জ উপজেলায় স্বামীর অটোরিকশার ব্যাটারি চার্জ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সালমা বেগম নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।আজ শুক্রবার ১৫ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে সুন্দরপুর ইউনিয়নের সাবানিয়া গ্রামে তৌফিকুল ইসলাম বাবুর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকালে নিজের বাড়িতে স্বামী বাবুর অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন গৃহবধু সালমা। এরপর তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সালমা দুই সন্তনের মা ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার উপপরিদর্শক এসআই জাহিদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ মরদেহ উদ্ধারের পর জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মুক্তির ৭১/নিউজ /ইভা
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহিদ আজিজ
৪৪৮ বাউনিয়া,তুরাগ,ওয়ার্ড নং ৫২
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ঢাকা থেকে প্রচারিত এবং প্রকাশিত।
যোগাযোগ -০১৭৫৫৫১৬৯২১
ইমেইল -info@muktir71news.com