কোটচাঁদপুর( ঝিনাইদহ) প্রতিনিধি :
ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর শহরে ব্যাটারীচালিত অটোরিকশা ও ভ্যান গাড়ি গুলো কোন নিয়মনীতি মানছে না। এতে প্রতিদিন ঘটছে দূর্ঘটনা।
দূর্ঘটনার, কারণে অনেক কে সারা জীবন পঙ্গুত্ব বরন করতে হচ্ছে। কোটচাঁদপুর শহরে ব্রীজঘাট মোড়, মেইন বাসস্ট্যান্ড,
বলুহর স্ট্যান্ড, কলেজ স্ট্যান্ড,পুরাতন খেয়াঘাট মোড়, প্রতিদিন যানজটে ভোগান্তি পোহাচ্ছে সাধারণ মানুষ। বিশেষ করে , রবিবার ও বৃহস্পতিবার দুই হাটের দিন যানজট সমস্যা আরো প্রকট আকার ধারন করে। ব্যাটারীচালিত অটোরিকশা ও ভ্যান সিএনজির হাইড্রোলিক হর্নে অতিষ্ঠ হয়ে উঠছে সাধারণ মানুষের জনজীবন। ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ, রাতে রিকশা ও
ভ্যানের তীব্র আলোর কারনে, বাইসাইকেল, মোটরসাইকেল সহ অন্যান যানবাহন চালকদের চলাচল হয়ে পড়েছে ঝুঁকিপূর্ণ
উপজেলা পরিষদের মাসিক আইন-শৃঙ্খলার সভায় বারবার এ বিষয় প্রতিবাদের ঝড় ওঠে। কিন্তু উপজেলা -প্রশাসন এসব রিকশা ও ভ্যান বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস
দিলেও তা বাস্তবয়ন হচ্ছে না। পৌর এলাকার প্রধান প্রধান সড়ক ও বাজার এলাকা থেকে এসব ভ্যান ও রিকশা তুলে দেওয়ার দাবি জানিয়েছে কোটচাঁদপুর পৌরবাসী।
স্হানীয় সচেতন মহলের মতে,সংশ্লিষ্ট কতৃপক্ষের নজরদারি না থাকায় সড়কে অরাজকতা বিরাজ করছে। পৌর এলাকার ট্রাফিক সিষ্টেম গড়ে তোলা জরুরি।
মুক্তির ৭১/নিউজ /জোয়ার্দার
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহিদ আজিজ
৪৪৮ বাউনিয়া,তুরাগ,ওয়ার্ড নং ৫২
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ঢাকা থেকে প্রচারিত এবং প্রকাশিত।
যোগাযোগ -০১৭৫৫৫১৬৯২১
ইমেইল -info@muktir71news.com