মনির হোসেন:
যেখানে যে ভাবে যে অবস্থানে সেখানে সেভাবেই সেই রঙে।
রঙহীন রঙিন পাত্রে রঙিন অতলতল সাগরে নীল।
আপেক্ষিক ভালবাসা হৃদয়ে হৃদয়ে মৌনজগতে বহুরঙে।
জলরঙ রঙহীন যে যেমন রঙে ঠিক তেমন রঙেই রঙিন।
রঙধনু রঙ নেয় সূর্ষের সপ্তরঙে রঙিন জল কণার স্পর্শে উল্টদিকে।
মন জলের মত জলছবি যখন যে ভাবে থাকে সে।
তোমার তুমিতে আছে রঙহীন এক তুমি তোমার রঙে রঙিন থাকে সেই তুমি।
জল রঙহীন জলছবি
রঙ পাত্রে রঙিন পাত্রের রঙে।
রঙ মিশ্রণে জল ঘোলাজল রঙিন কৃত্তিমতায়।
মন রঙহীন জলছবি, রঙিন করে ভালবাসা চুরিকরে আভিসারে সূর্ষের রঙ।
যে যেমন মনের জল জলছবি আঁকে হৃদে, হয় জলছবি সেই রঙে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহিদ আজিজ
৪৪৮ বাউনিয়া,তুরাগ,ওয়ার্ড নং ৫২
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ঢাকা থেকে প্রচারিত এবং প্রকাশিত।
যোগাযোগ -০১৭৫৫৫১৬৯২১
ইমেইল -info@muktir71news.com