নেত্রকোনা প্রতিনিধি,
নেত্রকোনার দুর্গাপুর হতে ৪৬৪ বোতল ফেনসিডিল ও ৯৩০ পিস ইয়াবা সহ মো.কামরুজ্জামান সানি (১৮) নামে এক যুবককে আটক করেছে র্যাব।
এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়।
আজ বৃহস্পতিবার ১৪ সেপ্টেম্বর দুপুরে ময়মনসিংহ র্যাব-১৪ জামালপুর সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার আশিক উজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে দূর্গাপুর উপজেলার দেবতলী এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক কামরুজ্জামান সানি দূর্গাপুর উপজেলার কানাইল গ্রামের আরজ আলীর ছেলে।
র্র্যাপ জানায়, গোপন সংবাদে বুধবার রাতে কোম্পানি কমান্ডার আশিক উজ্জামানের নেতৃত্বে র্যাব জামালপুর সিপিসি-১ এর একটি দল নেত্রকোনার দুর্গাপুর উপজেলার দেবতলী এলাকায় অভিযান চালায়। এসময় একটি ট্রাক থামিয়ে তল্লাশি করে কেবিনের ভেতর অভিনব কায়দায় লুকানো ৪৬৪ বোতল ফেনসিডিল ও ৯৩০ পিস ইয়াবা পাওয়ার পর ট্রাকে থাকা কামরুজ্জামান সানিকে আটক করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়। এছাড়া সানির ব্যবহৃত মোবাইল ফোন ও নগদ পাঁচ হাজার ২৫০ টাকা তার কাছে পাওয়া যায়। এ ঘটনায় মামলা দায়ের করে সানিকে দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব আরও জানায়, সানি পেশাদার মাদক কারবারি, দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন জেলায় বালুর ট্রাক দিয়ে মাদক সরবরাহ করে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদ এসব স্বীকার করেছে সানি।
র্যাব কর্মকর্তা আশিক উজ্জামান বলেন,এ ঘটনায় মামলা দায়ের করে সানিকে দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
মুক্তির ৭১/নিউজ /কামরুল
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহিদ আজিজ
৪৪৮ বাউনিয়া,তুরাগ,ওয়ার্ড নং ৫২
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ঢাকা থেকে প্রচারিত এবং প্রকাশিত।
যোগাযোগ -০১৭৫৫৫১৬৯২১
ইমেইল -info@muktir71news.com