নিউজ ডেস্কঃ
রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে লাগা আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। আগুন লাগার ফলে বিভিন্ন দোকানের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) একের পর এক বিকট শব্দে বিস্ফোরিত হচ্ছে।
মার্কেটের ব্যবসায়ীরা বলছেন, মার্কেটে বিভিন্ন ধরনের দাহ্য পদার্থ থাকায় এবং এসির বিস্ফোরণে আগুন আশপাশে ছড়িয়ে পড়েছে। এছাড়া আশপাশের এলাকায় পানির কোনও উৎস না থাকায় পানি সংকটে পড়তে হয় ফায়ার সার্ভিস কর্মীদের। তারপরও মার্কেটের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস।
স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে যে জায়গায় আগুন লেগেছে সেখানে কাঁচা বাজার ছাড়াও পোশাক-আশাক, স্বর্ণ, জুতাসহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্যের হাজারেরও বেশি দোকান রয়েছে। সাপ্তাহিক বন্ধ হওয়ার কারণে আজ পুরো মার্কেট বন্ধ ছিল। আর ভোরবেলা আগুন লাগার কারণে লোকজন না থাকায় আগুন অনেকটাই দাউ দাউ করে বেড়ে যায়। আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস কর্মীদের সঙ্গে যোগ দেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয়রা।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, নিয়ন্ত্রণ কক্ষে তিনটা ৪৩ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে রাজধানী মোহাম্মদপুর কৃষি মার্কেট এলাকায় কাজ শুরু করে। ভোর সাড়ে ৬টা পেরিয়ে গেলেও আগুন নিয়ন্ত্রণে বেশ বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের। আগুন নিয়ন্ত্রণে আনতে এখন ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, আগুনের তীব্রতা কিছুটা কমে এসেছে তবে এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের কর্মীরা এখনও আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন।
আগুন নেভাতে আসা ফায়ার সার্ভিসের আরেক কর্মকর্তা বলেন, তীব্র পানি সংকটের কারণে এখানে আগুন নিয়ন্ত্রণে বা নেভাতে কিছুটা বেগ পেতে হচ্ছে। এছাড়া দাহ্য পদার্থ থাকায় আগুন নেভানোর সঙ্গে সঙ্গে কালো ধোঁয়ার সৃষ্টি হচ্ছে। তারপরও যথাসাধ্যভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
এদিকে সকালের হওয়ার সাথে সাথে মার্কেটের সামনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ভিড় বাড়ছে। ব্যবসায়ীরা জানান , অনেকেরই দোকান পুরোপুরি পুড়ে ছাই হয়ে গেছে। আর যাদের দোকান এখনও অক্ষত রয়েছে, তারা চেষ্টা করছেন দোকানের মালামাল নিরাপদে বের করে আনতে।
আড়াই ঘণ্টা হতে চলল তবুওপুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি কৃষি মার্কেটের আগুন।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহিদ আজিজ
যোগাযোগ -০১৭৫৫৫১৬৯২১
ইমেইল - info@muktir71news.com