নিজস্ব প্রতিবেদক:
সোশ্যাল মিডিয়ায় নতুন প্রতারক হিসেবে নিজেদের আবির্ভূত করেছে Hello Social Media নামের একটি অনলাইন সার্ভিস। এরা অনলাইনে বিভিন্ন প্রকার সার্ভিসের কথা বলে এডভান্স টাকা নেয় কিন্তু টাকা নেওয়ার পর কোন কাজ করে দেয় না এবং মোবাইলে কল দিলে কলও ধরে না। যেই নাম্বারটি দিয়ে বিকাশে লেনদেন এবং কথা বলে সেই নাম্বারটি হচ্ছে ০১৮২৫৪৮৭১০৯। নিজের নাম বলে তামিম এবং ঠিকানা কেরানীগঞ্জ। যেই ফেসবুক আই ডি দিয়ে প্রতারণা করে সেটির লিংক https://www.facebook.com/Shahabuddin.ahamed420?mibextid=b06tZ0.
তাই যারা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কাজের জন্য এই ধরনের পেইজ গুলো থেকে সাহায্য নিতে চান তারা কোন টাকা পয়সা এডভান্স করে কাজ করবেন না। এই রকম অনেক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে এই নিউজ টি করা হলো। তারমধ্যে একজন গ্রাহক তার ফেসবুক মনিটাইজেশন রেস্ট্রিকটেড খুলে দেওয়ার জন্য এই প্রতারকের কাছে ৮০০ টাকা বিকাশ করে৷ আর ৪০০ টাকা কাজের পর নিবে। কিন্তু এখন আর এই গ্রাহকের কল রিসিভ করে না।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহিদ আজিজ
৪৪৮ বাউনিয়া,তুরাগ,ওয়ার্ড নং ৫২
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ঢাকা থেকে প্রচারিত এবং প্রকাশিত।
যোগাযোগ -০১৭৫৫৫১৬৯২১
ইমেইল -info@muktir71news.com