টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের দেলদুয়ারে বালুবাহী ট্রাক নিয়ে বেইলি ব্রিজ ভেঙ্গে ট্রাকটি ব্রিজ থেকে পড়ে পানির নিচে তলিয়ে যায়।
আজ রবিবার (৯ সেপ্টেম্বর ) দেলদুয়ার ইউপি প্যানেল চেয়ারম্যান ফরিদা জানান (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে একটার দিকে টাঙ্গাইল-দেলদুয়ার সড়কের সহেড়াতৈল-দুল্যা সংযোগস্থলে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ট্রাক চালকসহ আহত চার আরোহীর তাৎক্ষণিকভাবে পরিচয় পাওয়া যায়নি। তিনি আরো জানান মধ্যরাতে টাঙ্গাইল থেকে দেলদুয়ারের দিকে একটি বালুবাহী ট্রাক যাচ্ছিল। দক্ষিণ প্রান্তে পৌঁছালে ব্রিজটি ট্রাক নিয়ে ভেঙে পানিতে পড়ে যায়। খবর পেয়ে দেলদুয়ার থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করে। তবে এখন পর্যন্ত উদ্ধার কাজ শুরু হয়নি। ব্রিজটি ভেঙ্গে যাওয়ায় টাঙ্গাইল জেলা শহরের সাথে দেলদুয়ার উপজেলার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন রয়েছে। নৌকা দিয়ে পারাপারা হচ্ছে মানুষ।
দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছির উদ্দিন মৃধা বলেন, ঘটনা শোনার পর আমি রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। চারজন আহত হয়েছে। তবে এ ঘটনায় কারও মৃত্যু হয়নি। বিষয়টি সম্পর্কে যথাযথ কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এ বিষয়ে টাঙ্গাইল সড়ক ও জনপদ বিভিগের নির্বাহী প্রোকৌশলী আলিউল হোসেন জানান, ঘটনাটি শুনেছি। ব্রিজটি সংস্কারের জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। আজকেই ব্রিজ সংস্কারের কাজ শুরু হবে। খুব দ্রুত সময়ে মেরামত করে যানবাহন চলাচলের জন্য ব্রিজটি খুলে দেওয়া হবে।
মুক্তির ৭১/নিউজ /সোহেল
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহিদ আজিজ
৪৪৮ বাউনিয়া,তুরাগ,ওয়ার্ড নং ৫২
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ঢাকা থেকে প্রচারিত এবং প্রকাশিত।
যোগাযোগ -০১৭৫৫৫১৬৯২১
ইমেইল -info@muktir71news.com