নিউজ ডেস্কঃ
তাহমিদুর রহমান, বয়স ১৬, এ বছর এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। এইচএসসি প্রথম বর্ষে ভর্তির জন্য আবেদনও করেছে সে।
কিন্তু এরই মধ্যে ব্লাড ক্যানসারের চিকিৎসার জন্য তাকে যেতে হয়েছে ভারতে। দিল্লির ফরটিস হাসপাতালে কেমোথেরাপি নিচ্ছে সে।
চিকিৎসকেরা বলেছেন, তাহমিদের অস্থিমজ্জা প্রতিস্থাপন করা খুবই জরুরি।
তাহমিদের চিকিৎসার জন্য বড় অঙ্কের অর্থের প্রয়োজন, যা তার পরিবারের পক্ষে জোগাড় করা সম্ভব হচ্ছে না।
ছেলের চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তাঁর বাবা রাজধানীর কাফরুলের বাসিন্দা আনিসুর রহমান।
সহায়তা পাঠানোর ঠিকানা— মো. আনিসুর রহমান, হিসাব নম্বর: ১০৮২০১০০০০০৩৫, রাউটিং নম্বর ০৮৫২৬২৯৮৪, ঢাকা ব্যাংক, মিরপুর শাখা, ঢাকা। বিকাশেও সহায়তা পাঠানো যাবে, নম্বর: ০১৭১২৬৯৯৩০৬।
সূত্র: প্রথম আলো
মুক্তির ৭১/নিউজ /ইভা
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহিদ আজিজ
৪৪৮ বাউনিয়া,তুরাগ,ওয়ার্ড নং ৫২
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ঢাকা থেকে প্রচারিত এবং প্রকাশিত।
যোগাযোগ -০১৭৫৫৫১৬৯২১
ইমেইল -info@muktir71news.com