তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি:
বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৩ উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা ৩ রবিবার ০৯,২০২৩ইং বিকেলে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে বঙ্গবন্ধু সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে তিয়রকান্দী সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ট্রাইব্রকারে ২_১ গোলে হারিয়ে রাউতনবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হয়। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপে ট্রাইবেকারে "রাউতন বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়" জয় লাভ করলে তাদের মাঝে বাধভাঙ্গা আনন্দের জোয়ার বয়ে যায়।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপে ট্রাইবেকারে খেলায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত, উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. ফজলুল হক, তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু প্রদীপ কুমার চক্রবর্তী (রনু ঠাকুর), সাধারণ সম্পাদক বাবুল মিয়া সরকার,জেলা পরিষদের সদস্য মেজবাহ আলম চৌধুরী রুবেল,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জীবন-আরা- বেগম,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান ছাত্রলীগ সভাপতি নজরুল ইসলাম নয়ন,উপজেলা পরিষদের মহিলা ভাইস- চেয়ারম্যান সালমা আক্তার কাঁকন,উপজেলা সহকারী শিক্ষা অফিসার কামরুল ইসলাম ও সঞ্জয় কুমার বণিক ও বানিহালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন খন্দকার,
রাউতনবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন, কাকনী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল কবীর, গোয়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকছেদুল হক,প্রমূখ।
খেলায় সার্বিক দায়িত্ব পালন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা সমিতির সাধারণ সম্পাদক ও কাকানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল কবির ও গোয়াতলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকছেদুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন বানিজালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুল হক।
মুক্তির ৭১/নিউজ/জাহাঙ্গীর
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহিদ আজিজ
৪৪৮ বাউনিয়া,তুরাগ,ওয়ার্ড নং ৫২
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ঢাকা থেকে প্রচারিত এবং প্রকাশিত।
যোগাযোগ -০১৭৫৫৫১৬৯২১
ইমেইল -info@muktir71news.com