সোমবার, ০২ অক্টোবর ২০২৩ ইং
  • প্রচ্ছদ

  • বাংলাদেশ

  • রাজনীতি

  • বিশ্ব

  • বাণিজ্য

  • মতামত

  • খেলা

  • বিনোদন

  • চাকরি

  • জীবনযাপন

  • শিক্ষা

  • প্রযুক্তি

  • গ্যাজেটস

  • সড়ক দুর্ঘটনা

  • ধর্ম

  • আইন আদালত

  • জাতীয়

  • নারী

  • সশস্ত্র বাহিনী

  • গণমাধ্যম

  • কৃষি

  • সাহিত্য পাতা

  • মুক্তিযুদ্ধ

  • আইন শৃঙ্খলা

  • আইন শৃঙ্খলা

  • আইন আদালত

    গোয়াইনঘাটে নারী ইউপি সদস্যের করা মামলাটি পরিকল্পিত: বলছেন মুহিবুর রহমান

    নিজস্ব প্রতিবেদক থেকে
    প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৩ ইং
          118
    ছবি: অস্থায়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়
      Print News


    নিজস্ব প্রতিবেদক:


    সিলেটের গোয়াইনঘাটে সংরক্ষিত এক নারী ইউপি সদস্যকে শ্লীলতাহানির অভিযোগ এনে দায়ের করা মামলার প্রধান আসামিকে আটক করে জেল হাজতে প্রেরণের ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম সহ জনমনে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। একদিন পর জেল থেকে জামিনে বেরিয়ে এসে মামলার অভিযুক্ত  মুহিবুর রহমান বলছেন এই ঘটনাটি সম্পুর্ন মিথা, পরিকল্পিত ও সাজানো একটি ঘটনা। 


    গত ৩০ আগষ্ট বুধবার উপজেলার ১০ নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য প্রভাষী রানী দাস বাদী হয়ে গোয়াইনঘাট থানায় শ্লীলতাহানির অভিযোগে মামলা দায়ের করেন। উক্ত মামলায় আসামী মুহিবুর রহমানের বিরুদ্ধে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ আনলেও ঐ দিন ঘটনাস্থলে উপস্থিত থাকা প্রত্যক্ষদর্শী ও মামলায় উল্লেখিত স্বাক্ষীরা বলছেন ঐ নারী ইউপি সদস্যের সাথে অভিযুক্ত মুহিবুর রহমান এর শুধুমাত্র কথা-কাটাকাটি হয়েছে। ঐ সময় মারামারি কিংবা শ্লীলতাহানির মত কোন ঘটনা ঘটেনি। ঘটনাস্থলে উপস্থিত থাকা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মেম্বার ও প্রত্যক্ষদর্শীরা বলেন ৩০ আগষ্ট বুধবার সকালে গোয়াইনঘাট উপজেলার পুর্নানগর গ্রামে অবস্থিত ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে মহিলা সদস্য প্রভাষী রানী দাস এর বিরুদ্ধে সরকারী ভাতাভোগীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগে কথা কাটাকাটি হয় অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হেলাল এর ভাই মুহিবুর রহমানের। পরে উপস্থিত থাকা ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলিম উদ্দিন সবাইকে শান্ত করে বিষয়টি সমাধানের আশ্বাস দেন। সমাধানের আগেই থানায় মামলা দায়ের করে বসেন ঐ নারী ইউপি সদস্য।


    ঐদিন ঘটনাস্থলে উপস্থিত থাকা প্রত্যক্ষদর্শী পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলিম উদ্দিন ও মামলার স্বাক্ষী ইউপি সদস্য বাবুল আহমেদ বলেন, ভাতার টাকা নিয়ে মুহিবুর রহমান ও প্রভাষী রাণীর মধ্যে সামান্য কথাকাটাকাটি হয়েছে, কিন্তুু শ্লীলতাহানির মত এরকম কোন ঘটনা ঘটেনি। মামলার স্বাক্ষী গ্রাম পুলিশ মকরব আলী বলেন, মুহিবুর রহমান ও প্রভাষী রাণীর মধ্যে কথা-কাটাকাটি হয়েছে, মারধর কিংবা শ্লীলতাহানির মত কিছু আমার চোখে পড়েনি।


    আরেক প্রত্যক্ষদর্শী নুরুল আমীন বলেন, এই ঘটনাটি সম্পুর্ন মিথ্যা। অপরদিকে ঐ মামলায় মুহিবুর রহমান এর ভাতিজা ইনসাদ হোসেন রাজিবকে ও আসামি করা হয়েছে। তবে ইনসাদ হোসেন রাজিব বলেন, ঘটনার দিন আমি বাড়ীতেই ছিলাম না, ঘটনাস্থলে না থেকেও আমাকে মামলার আসামী করা হয়েছে। এই ঘটনাটি সম্পুর্ন পরিকল্পিত ভাবে একি স্বার্থান্বেষী মহল রাজনৈতিক স্বার্থ হাসিল করতে ঐ মহিলাকে দিয়ে করিয়েছে, রাজিবকে আসামি করার কারণ জানতে চাইলে নারী ইউপি সদস্য প্রভাষী রাণী বলেন বিষয়টি ভুলবশত হয়েছে।


    উল্লেখ্য যে, ১০ নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য প্রভাষী রাণী দাস বয়স্ক, বিধবা ও বিভিন্ন ভাতা কার্ডের জন্য ভাতাভোগীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করেন মর্মে অভিযোগ করে টাকা ফেরত দিতে বলেন মুহিবুর রহমান, প্রভাষী রাণী টাকা নেয়ার বিষয়টি স্বীকার করে টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানান। প্রভাষী রাণী বলেন আমি এই টাকাগুলো ভাতার কার্ড তৈরীতে খরচ করেছি। এক পর্যায়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। ঐ নারী ইউপি সদস্য খরচের নামে যেই টাকা নিয়েছেন, সে বিষয়ে জানতে চাইলে গোয়াইনঘাট উপজেলা সমাজসেবা অফিসার আবু কাওছার বলেন, সমাজসেবা অফিসের ভাতার কাজে শুধুমাত্র ১০ টাকা মুল্যের রেভিনিউ একটি স্ট্যাম্প ব্যাতিত কোন টাকা লাগেনা।

    আপনার মন্তব্য লিখুন
    Total Visitors : 291092

    সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহিদ আজিজ

            ৪৪৮ বাউনিয়া,তুরাগ,ওয়ার্ড নং ৫২

            ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ঢাকা থেকে প্রচারিত এবং প্রকাশিত।

            যোগাযোগ -০১৭৫৫৫১৬৯২১

            ইমেইল -info@muktir71news.com