তারাকান্দা প্রতিনিধি:
ময়মনসিংহেব তারাকান্দায় অপহরণ করে মুক্তিপণ আদায়ের জন্য ধনাঢ্য কৃষক লাল মিয়া (৫৫)কে অপহরণের পর জবাই ও উপর্যুপরি ছুড়িঘাত এবং গলা কেটে হত্যা করে লাশ বস্তাবন্ধী করে পুকুরে ঘুম করার চেষ্ঠা করে বলে পুলিশ প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের জানিয়েছেন।
শনিবার দুপুরে তারাকান্দা থানার ভবনে প্রেস ব্রিফিংয় উপস্থিত ছিলেন, ফুলপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ আতাহারুল ইসলাম, তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের। প্রেস ব্রিফিংয়ে পুলিশ জানান, পৃর্ব পর্রিকল্পিত ভাবে অপহরণ করে মুক্তিপন আদায়ে জন্য খুনীরা পরিকল্গপনা করে।গত ২৯ আগষ্ট রাত ১০টায কৃষক লাল মিয়া নলদীঘি মোড়ে চা পান করে নলদীঘি মোড়ের পশ্চিম দিকে যাইতে থাকে।তখন আপহরণকারী সোহেলের পুকুরে মাছ দেখানোর জন্য নিয়ে যায় এবং মুক্তিপন দাবী করে। অপহরন কারীদের চিনে ফেললে অপহরণকারীরা গলা কেটে ও উপর্যুপরি ছুড়িকাঘাতে হত্যা করে বস্তাবন্ধি করে পুকুরের পানিতে রেখে লাশ ঘুমের চেষ্টা করে। কৃষক লাল মিয়ার সন্ধান না পেয়ে ভিকটিমের পুত্র রাসেল মিয়া তারাকান্দা থানা জিডি করে।পুলিশ জিডি তদন্তে তথ্য প্রযুক্তি ব্যবহারে মাধ্যমে পুলিশ গোপন তদন্তকালে নলদীঘি গ্রামের গ্রামের মজিবর রহমানের বসতবাড়ি অনুমান ২শ গজ দক্ষিনে তার পুকুরে থেকে পুলিশ লাশ উদ্ধার করে। সুরতহাল পোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করেন।
পুলিশ এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে নলদীঘি গ্রামের মোঃ আব্দুল জব্বরের ছেলে শাহিন মিয়া (৪৫),আলী আকবরের ছেলে আঃ বারেক (৪০)ও শাহজাহান মিয়ার ছেলে সোহেল মিয়া (৩৫)কে গ্রেপ্তার করে। ধুত আসামীরা পুলিশের কাছে অপহরণ ও হত্যার দায় স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছেন। দ্রুত আসামীদের ৫ দিনের রিমান্ডের আবেদনসহ ৫৪ ধারা বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে। এ ঘটনা লাল মিয়ার পুত্র রাসেল মিয়া বাদী হয়ে অজ্ঞাত আসামী করে তারাকান্দা থানা মামলা নং ০২(৯)২০২৩ ধারা ৩৬৪৩৮৫//৩০২/৩৪দঃবিঃ। উক্র মামলা সংন্দ্ধিগ্ধ আসামী করে আদালতে প্রেরণ করা হয়েছে।
মুক্তির ৭১/নিউজ /জাহাঙ্গীর
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহিদ আজিজ
৪৪৮ বাউনিয়া,তুরাগ,ওয়ার্ড নং ৫২
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ঢাকা থেকে প্রচারিত এবং প্রকাশিত।
যোগাযোগ -০১৭৫৫৫১৬৯২১
ইমেইল -info@muktir71news.com