আন্তর্জাতিক ডেস্ক:
আবারও উত্তপ্ত মার্কিন যুক্তরাষ্ট্র। পুলিশের গুলিতে প্রাণ গেল কৃষাঙ্গ এক গর্ভবতী নারীর। ২০২০ সালের মে মাসে জর্জ ফ্লয়েড মারা যাওয়ার পর আমেরিকায় কৃষ্ণাঙ্গদের ওপর শেতাঙ্গ পুলিশের নির্যাতনের বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। এ নিয়ে দেশ-বিদেশে প্রতিবাদ দেখা যায়। তবে এখনো আমেরিকায় এমন নির্যাতন কমেনি। সম্প্রতি পুলিশের গুলিতে নিহত হয়েছেন এক কৃষ্ণাঙ্গ গর্ভবতী নারী।
এই বিষয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ঘটনাটি গত ২৪ আগস্ট ওহাইও অঙ্গরাজ্যে ঘটে। এরই মধ্যে এর একটি বডিক্যাম ভিডিও ফুটেজ প্রকাশ করেছে ওহাইও। তাতে দেখা যায়, এক কৃষ্ণাঙ্গ গর্ভবতী নারীকে গুলি করেছে পুলিশের এক সদস্য।
পুলিশ জানায়, ওই নারীর নাম তাকিয়া ইয়ং (২১)। তিনি ব্লেন্ডন টাউনশিপের ক্রোগার গ্রোসারি স্টোরের সামনে নিজের গাড়িতে ছিলেন। দোকান থেকে জিনিস চুরির দায়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল পুলিশ।
ভিডিওতে দেখা যায়, তাকিয়া ইয়ংয়ের গাড়ির সামনে দাঁড়িয়ে আছেন পুলিশের কয়েক জন সদস্য। একজন গাড়ির দরজার সামনে এসে তাঁকে গাড়ি থেকে বের হয়ে আসতে বলেন। কিন্তু ওই নারী তা করেননি। এরপর গাড়ি চালাতে শুরু করলে পুলিশ গুলি করে।
তাকিয়া ইয়ং ও তাঁর অনাগত সন্তানকে বাঁচানোর চেষ্টা করেন পুলিশ। কিন্তু তাদের বাঁচানো সম্ভব হয়নি। পুলিশ ভিডিও ফুটেজ প্রকাশ করার আগেই এ অভিযোগ করেছিল ইয়ংয়ের পরিবার। এ ঘটনায় এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহিদ আজিজ
যোগাযোগ -০১৭৫৫৫১৬৯২১
ইমেইল - info@muktir71news.com