কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি :
ঝিনাইদহের কোটচাঁদপুর বেড়েছে সবজির দাম। এক সপ্তাহের ব্যবধানে প্রত্যেকটা সবজির দাম বেড়েছে দ্বিগুন। প্রতিটা সবজির দাম বেড়েছে কেজিতে ২০ থেকে ৩০ টাকা। দাম বাড়ায় বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষরা।
আজ মঙ্গলবার (২৯আগষ্ট)কোটচাঁদপুর সকালে বাজারে গিয়ে এমন তথ্য পাওয়া যায়। কোটচাঁদপুর বাজারের কয়েকজন সবজি বিক্রেতা আক্কাস আলী জানান, বর্তমান বাজারে সবজির দামটা বেড়েছে। সপ্তাহের ব্যবধানে কয়েকটা পণ্যের দাম বেড়েছে। দাম বাড়ার কারণ হলো দেশের বাজারে বর্ষায় অনেক ফসলের মাঠ নষ্ট হয়ে গেছে। তাই দামটা বেড়েছে।
বর্তমান বাজারে আলু বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি, বেগুন বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি, কাকরুল বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি, পেঁপে বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে হচ্ছে। শসা বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজিতে, টমেটো বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি।
বাজারে সবজি কিনতে আসা ভ্যান চালক কাদের মুক্তির ৭১ নিউজ ডট কম এর প্রতিবেদককে বলেন, আমরা দিন কামাই করি দিন খাই। আমাদের দিনে আয় ৩০০ থেকে ৪০০ টাকা। আর বাজারে আসলে মনে হয় সব জিনিসে আগুন লেগে গেছে। একদিনের বাজার করতে গেলে এখন লাগতেছে ৩০০ থেকে ৪০০ টাকা। ছেলেমেয়ে নিয়ে কিভাবে যে চলবো ভেবে পাচ্ছি না।
রকি ও উজ্জল নামের ক্রেতারা বলেন, আমরা নিম্ন আয়ের সাধারণ মানুষ। বাজারে সবজি থেকে শুরু করে তেল, ডাল, চাল, মাছ মাংসের যে দাম তাতে আমাদের খাওয়া মুশকিল হয়ে গেছে। খাশির মাংস সাড়ে ১০০০টাকা কেজি, মাছ ২৪০ টাকা কেজি, বয়লার মুরগি ১৬০ টাকা কেজি। শুধু সবজি খাব তাও আবার আগুন লেগে গেছে।
মুক্তির ৭১/নিউজ /জোয়ার্দার
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহিদ আজিজ
যোগাযোগ -০১৭৫৫৫১৬৯২১
ইমেইল - info@muktir71news.com