বামনা (বরগুনা) প্রতিনিধি:
একটি প্রাথমিক বিদ্যালয়ে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ৬ কর্মীকে আটক করেছে বামনা থানা পুলিশ। এ সময় সেখান থেকে বিপুল পরিমান জিহাদী বই ও ক্রেস্ট জব্দ করা হয়েছে।
রবিবার (২৭ আগষ্ট) রাত ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- পাথরঘাটা উপজেলার কাঠালতলী গ্রামের মতিউর রহমান হাওলাদারের ছেলে মো. হাসিব (১৬), একই উপজেলার নাচনাপড়া গ্রামের আবুল কালামের ছেলে সাইফুল ইসলাম (১৭) ও বারেক সরদারের ছেলে মো. সুমন সরদার (২৪), বামনা উপজেলার ছোনবুনিয়া গ্রামের ইসাহাক হাওলাদারের ছেলে মো. হাসিব ১৬) এবং ঘোলাঘাটা গ্রামের চান মিয়ার ছেলে ইসা আলম (২২)।
জানা গেছে, উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করার কথা বলে তাদেরকে পশ্চিম ছোনবুনিয়া গ্রামের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আসতে বলে সামাজিক সংগঠনের নামধারী কয়েকজন শিবির কর্মীরা।
রবিবার বিকাল থেকে সেখানে শিবির কর্মীদের উপস্থিতি টের পেয়ে স্থানীয়রা বিষয়টি বামনা থানা পুলিশকে জানায়। পরে পুলিশ এসে গোপন বৈঠক চলাকালীন সময় তাদেরকে আটক করেন
এদিকে গ্রেপ্তার হওয়া ওই ৬ শিবির কর্মী প্রাথমিক জিজ্ঞাসাবাদেই তারা শিবিরের সক্রিয় কর্মী বলে নিজেদের দাবি করেন।
এ ব্যাপারে বামনা থানার অফিসার ইনচার্জ মো. মাইনুল ইসলাম বলেন, 'তাদের কাছে গোপন তথ্য ছিলো নাশকতা চালানোর জন্য শিবিরের কিছু কর্মী ওই স্কুলে একত্রিত হয়ে বৈঠক করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে বামনা থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়। আজ তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।'
মুক্তির ৭১/নিউজ /মাসুদ
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহিদ আজিজ
যোগাযোগ -০১৭৫৫৫১৬৯২১
ইমেইল - info@muktir71news.com