মান্দা প্রতিনিধি:
নওগাঁর মান্দায় রোগাক্রান্ত গরুর জবাইয়ের অভিযোগে ব্যবসায়ী মোঃ রকিবুল ইসলামকে (৩৫) পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
শনিবার (২৬ আগস্ট) সকালে দেলুয়াবাড়ি বাজারে এ ঘটনা ঘটে।
জানা যায়, মাংস বিক্রেতা রকিবুল হোসেন রোগাক্রান্ত একটি গরু ক্রয় করে জবাই করে মাংস বিক্রির করার আগে। গোপন সংবাদের ভিক্তিতে ইউএনও কর্মকর্তা লায়লা আঞ্জুমান বানু ঘটনাস্থলে যান।
এ সময় কসাই দোষ শিকার করায় জনসস্মুখে মোবাইল কোটের বসিয়ে তাকে পশু জবাই ও মাংসের মাননিয়ন্ত্রণ আইন ২০১১ এর ৫,৮,১৭ ধারায় আইনে মোট পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, খবর পেয়ে দ্রুত বাজারে পরিদর্শনে যাই। সেখানে রোগাক্রান্ত গরু জবায়ের সত্যতা পেয়ে ব্যবসায়ীকে অর্থদণ্ড কর হয়।
এ ছাড়া আরও বলেন কেউ যেন খাওয়ার অনুপযোগী মাংস বিক্রয় না করে, সে বিষয়ে সব ব্যবসায়ীকে কঠোরভাবে নির্দেশ দেয়া হয়েছে। পরে জবাইকৃত পশু মাটিতে পুঁতে ফেলার নির্দেশ প্রদান করা হয়।
এ সময় প্রসিকিউটর হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ মোঃ নুরুজ্জামান।
মুক্তির ৭১/নিউজ/মহসিন
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহিদ আজিজ
যোগাযোগ -০১৭৫৫৫১৬৯২১
ইমেইল - info@muktir71news.com