নিউজ ডেস্কঃ
ঢাকা-সিলেট মহাসড়কে নরসিংদীর শিবপুর উপজেলার ইটাখোলা নামক স্থানে আজ শুক্রবার ২৫ আগস্ট একটি ট্রাক ও একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত এবং অপর ৬ জন আহত হয়। রাত ২টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার ইটাখোলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশের চেকপোস্টের ইনচার্জ পরিদর্শক মো.কবীর হোসেইন জানিয়েছেন, রাত ২টার দিকে সিলেট -গামী একটি মাইক্রোবাস বিপরীত দিক থেকে একটি ট্রাকের সঙ্গে নরসিংদীর শিবপুর উপজেলার ইটাখোলা নামকস্থানে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ৫ জন মারা যান। আহত ৬ জনকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতাল নেওয়ার পথে ১ জন ও হাসপাতালে ভর্তির পর আরো ১ জন মারা যান।
তিনি আরও জানান, গুরুতর আহতদের আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহিদ আজিজ
৪৪৮ বাউনিয়া,তুরাগ,ওয়ার্ড নং ৫২
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ঢাকা থেকে প্রচারিত এবং প্রকাশিত।
যোগাযোগ -০১৭৫৫৫১৬৯২১
ইমেইল -info@muktir71news.com