হালিমা ইভা:
কত সময় ۔ আসে যায় নোনাজল ছুঁয়ে
চোরা গল্পের রেখাচাপ , জলশূন্য
হাওয়াহীন আস্কারা
বৃষ্টির বে-হিসাবি লুকুচুরির আস্তিনে গুটিয়ে যায় সমুদ্রক্ষত |
কত বাতাস উড়ে বেড়ায় ছেড়া পোটলায় করে , দারুচিনি দ্বীপ ؛
কত জল শব্দে মাতে , অসমতল ঢেউ !
মুছে যায় আঙ্গুলে আঙ্গুল রেখে লেখা যুগলের প্রদীপ।
ঘুণেধরা এক পশলা মৌসুমী চিত্ররূপ
নীলদিগন্ত ছুঁয়ে নীলজল ؛ সূর্য স্পর্শ
করে ,গুহাবাসি
বালি দাগ মুছে জলঅক্ষর আবার লুকোয় সমুদ্রগৃহে . . . . . |
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহিদ আজিজ
৪৪৮ বাউনিয়া,তুরাগ,ওয়ার্ড নং ৫২
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ঢাকা থেকে প্রচারিত এবং প্রকাশিত।
যোগাযোগ -০১৭৫৫৫১৬৯২১
ইমেইল -info@muktir71news.com