হাবিবা লাবনী:
উতল হাওয়া কখন বয়ে গেল টেরই পাইনি;
তোমারও কি তা, আমার হয়েছে যা!
ভাবতেই অবাক লাগে, তাইনা?
কতবার যে ডুবেছি, শক্তহাতে লাগাম টেনেছি।
ভেঙেছি শতবার, গড়েছিও তার চেয়ে ঢের।
কই স্বপ্নেও তো আসোনি একবার!
তবে,এই অসময়ে কিসের এত গরজ তোমার?
আনন্দের বারতা আর নাইবা বাঁজালে
যেমন ছিলাম তেমনি কি ঠিক ছিলনা!
নাই কোন দায়, নাই দ্বিধা, নাই ভয়,
মুক্তির আনন্দ তাই সীমাহীন।
বাঁধনের ভার সইতে পারবে কি তবে!
নিতে হবে আকুলতার দহন।
বইতে হবে অপমান অপবাদের সহন,
শরীর মনের অবিরত ক্ষরণ।
এ এক অন্যরকম অনুভূতি,
সুখ-দুঃখের জোড় আত্মাহুতি।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহিদ আজিজ
৪৪৮ বাউনিয়া,তুরাগ,ওয়ার্ড নং ৫২
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ঢাকা থেকে প্রচারিত এবং প্রকাশিত।
যোগাযোগ -০১৭৫৫৫১৬৯২১
ইমেইল -info@muktir71news.com