সোমবার, ০২ অক্টোবর ২০২৩ ইং
  • প্রচ্ছদ

  • বাংলাদেশ

  • রাজনীতি

  • বিশ্ব

  • বাণিজ্য

  • মতামত

  • খেলা

  • বিনোদন

  • চাকরি

  • জীবনযাপন

  • শিক্ষা

  • প্রযুক্তি

  • গ্যাজেটস

  • সড়ক দুর্ঘটনা

  • ধর্ম

  • আইন আদালত

  • জাতীয়

  • নারী

  • সশস্ত্র বাহিনী

  • গণমাধ্যম

  • কৃষি

  • সাহিত্য পাতা

  • মুক্তিযুদ্ধ

  • আইন শৃঙ্খলা

  • আইন শৃঙ্খলা

  • সাহিত্য পাতা

    “আজ সকালের কথোপকথন”

    যুথী কাজী থেকে
    প্রকাশ: ১৯ অগাস্ট ২০২৩ ইং
          150
    ছবি: যুথী কাজী
      Print News

    যুথী কাজী:

      


    একজনের সাথে কথা হচ্ছিলো সে বলছিলো যে, সে খুব দুঃখে আছে এবং দুঃখে সময় কাটাচ্ছে। আর এই সময় সে অনেক কিছু শিখছে, এবং অনেক মানুষ চিনেছে ।তার ধারণা, দুঃখ মানুষের জীবনের বড় শিক্ষক।


    কথাটার সাথে একমত হতে পারলাম না কারন আমার মতে মানুষের জীবনের প্রতিটি ধাপ ই তার শিক্ষক। প্রতিটি ধাপের শিক্ষা সমান গুরুত্বপূর্ণ একটা মানুষের জীবনে।কোন পর্যায়ের শিক্ষা ই কম নয় একে অপরের চাইতে।


    এখন হয়তো কেউ বলতে পারেন দুঃখের সময় মানুষ চেনা যায় কে কাছের আর কে দূরের। এ কথাটি সত্যি কিন্তু তার অর্থ এই দাঁডায় না যে দুঃখ মানুষের জীবনের বড় শিক্ষক। এই দুঃখের অবস্হাটা কিন্তু মানুষের জীবনের একটি অংশ মাত্র, যেখান থেকে সে কিছু শিখছে এবং অভিজ্ঞতা ও নিয়েছে কিছু।এই পর্যায়টি অন্য পর্যায়ের চাইতে বেশী গুরুত্বপূর্ণ তা কিন্তু নয়…. 


    আমাদের দেশে কি হয় দুঃখের সময় কিছু মানুষ অন্য মানুষের খুব সাহায্য চায় বিভিন্নভাবে। যদি তারা সেসব সাহায্য না পায় তাহলেই দুঃখ প্রকাশ করতে থাকে….. একটা কথা বলি আপনার বিপদে সাহায্য করতে কিন্তু কেউ বাধ্য নয়। এটা মানুষ করে নিজ ইচ্ছায় কাজেই কারোর কাছ থেকে কিছু পেলেন না এটা হায় হুতাশের কথা নয়।তবে একটা কথা বলতে পারি মানুষের কাছে আপনি চাইবেন কেন? অন্য একজন মানুষের যে ক্ষমতা আপনার ও ঠিক একই ক্ষমতা দিয়ে বিধাতা বানিয়েছেন। অন্যের কাছ থেকে কিছু প্রত্যাশা করবেন না। মানুষের কাছ থেকে যা পাবো সেটা আমাদের জীবনে বোনাস পাওয়ার মত বলে আমার ধারণা। এবং যা পান তাতেই সুখী থাকতে হবে।আমি বলবো নিজের পায়ে দাঁড়ান এবং নিজের উপর বিশ্বাস রাখুন। অবশ্যই ভালো ফলাফল পাবেন।


    একটা মানুষকে তার চলার পথের সব ধরনের অভীজ্ঞতা হিসাব করে চলতে হবে। আর সব ধরনের অভীজ্ঞতা ই দরকারের সময় বড় শিক্ষক হিসাবে কাজ করে।  বিপদে শুধু মানুষ চেনাটা কিন্তু জীবনের একমাত্র শিক্ষা নয় জীবন চালানোর জন্য। 

    আমার মনে হয় মানুষের প্রতিটি পর্যায়ের শিক্ষাই সমান গুরুত্বপূর্ণ।আমাদের শিক্ষার গুরুত্ব অপরিসীম। আমাদের পুরো জীবনটাই আমাদের শিক্ষক।আসলে আমরা নিজেরাই নিজেদের শিক্ষক এটা বলা যেতে পারে।


    বিভিন্ন জীবন চলার পথের যেই শিক্ষা, সব মিলিয়েই আমাদের জীবন।আমারা প্রতিটি মূহুর্তে শিখি কিছু না কিছু।সেগুলো দরকারী ও হতে পারে আবার কিছু অদরকারী শিক্ষা ও হতে পারে। যেমন যেই শিক্ষা এবং অভীজ্ঞতা আপনার জীবনে কোন কাজেই আসলো না। অর্থ হলো, আপনার জীবনে কাজে লাগানোর সুযোগ হলো না যে অভীজ্ঞতাগুলো সেগুলোকে আমি অদরকারী শিক্ষা বলছি এক্ষেত্রে।

    মানুষের জীবন মানুষের বড় শিক্ষক হলে ও সব মানুষ কিন্তু ভালো ছাত্র-ছাত্রী নয়। অনেকে আছেন জীবন থেকে শিক্ষা নিয়ে ও সেগুলোকে দিয়ে তার জীবনটি কে সু্ন্দর করার জন্য ব্যাবহার করতে পারে না। বা অনেকে একই পরিস্হিতিতে বার বার পড়ার পরও তার থেকে সঠিক শিক্ষাটা নিতে পারে না।তাদের জন্য বলবো জীবন চলার পথে যা করবেন বা শুনবেন, সেসব দিকে চোখ, কান খোলা রাখবেন সঠিক তথ্যটি সঠিকভাবে পাওয়ার জন্য।

    পরিশেষে, সবার সুস্হতা কামনা করছি।

    সবাই ভালো থাকুন!

    শুভ সকাল 

    আপনার মন্তব্য লিখুন
    Total Visitors : 290862

    সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহিদ আজিজ

            ৪৪৮ বাউনিয়া,তুরাগ,ওয়ার্ড নং ৫২

            ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ঢাকা থেকে প্রচারিত এবং প্রকাশিত।

            যোগাযোগ -০১৭৫৫৫১৬৯২১

            ইমেইল -info@muktir71news.com