ঈশ্বরদী প্রতিনিধি:
ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। দেশব্যাপি সবুজ বনায়ন সৃষ্টি এবং বিভিন্ন ফলের চাহিদা পুরণের লক্ষ্যে গ্রামীন ব্যাংক দাশুড়িয়া শাখার পক্ষ থেকে ব্যাংক সদস্যদের মধ্যে ২৭ হাজার ৭’শ ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। এর মধ্যে ফলজ গাছের চারা ১৪ হাজার ২’শ ও বনজ গাছের চারা ১৩ হাজার ৫’শ বিতরণ করা হয়।
শোকের মাসকে স্মরণীয় করে রাখতে এবং “গাছে গাছে ভরবে দেশ আসবে দেশে সবুজ ছায়ার পরিবেশ”এই শ্লোগানকে সামনে রেখে শুক্রবার সকালে এসব চারা বিতরণ করা হয়। চারা বিতরণ করেন, গ্রামীন ব্যাংক দাশুড়িয়া শাখার শাখা ব্যবস্থাপক মোঃ রফিকুল হাসান,সহকারী ব্যবস্থাপক মোঃ এনামুল হকসহ সকল সহকর্মী বৃন্দ।
মুক্তির ৭১/নিউজ /মামুনুর