স্টাফ রির্পোটারঃ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গত ১৫ আগস্ট গাঁজাসহ অনিমা রায় (৩০) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পীরগঞ্জ থানা পুলিশ।
এদিন বিকালে পৌর শহরের কলেজ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অনিমা পৌরসভার মিত্রবাটি এলাকার সুমন রায়ের স্ত্রী
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের কলেজ বাজার সংলগ্ন একটি চায়ের দোকানে মাদক বিরোধী অভিযান চালালে ১শ গ্রাম গাঁজা, ও গাঁজা বিক্রির নগদ ৫ শত টাকাসহ অনিমা রায়কে আটক করা হয়।
পীরগঞ্জ কলেজ বাজারের মাছ ব্যবসায়ী আনোয়ার হোসেন বলেন এই মহিলা দীর্ঘদিন ধরে গাজা বিক্রি করে আসছিল।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ সেখ বলেন, অনিমা রায় নামে এক মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ নিয়ে তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা রুজু হয়েছে। বুধবার ১৬ আগস্ট দুপুরে তাকে জেলা জেল হাজতে পাঠানো হয়েছে।
মুক্তির ৭১ / নিউজ / হু ক