ফাতেমা ইসরাত রেখা:
ক্রমশ নেমে আসছি তোর অহংকার থেকে
নেমে আসছি সিঁড়ির শেষ সোপানে ধীরে।
শূন্য থেকে শুরু যে পথচলা
তা আজ আবার শূন্যে এসে থেমে গেছে।
ভীষণ নিস্তব্ধ, পাংশুটে।
তবুও ভালো, একটা স্থিরবিন্দু তো পাওয়া গেছে।
ক্রমশ নেমে আসছি তোর ঠোঁটের উষ্ণতা ছেড়ে
পাষাণ বক্ষের লোমশ আবেদনের আকাঙ্ক্ষা নিলামে তুলে,
চোখের সীমানার ঔদ্ধত্য পরাভূত করে
আমার নিজস্ব অস্তিত্বের অ্যালবামে।
অন্যের শিকড় আঁকড়ে পরগাছা না হয়ে
মুক্ত নিঃশ্বাসে অগণন স্বাধীনতায়।
আজ আমি পাহাড়ী দুর্বার ঝর্ণা
নদীর স্রোত বাঁধনহারা, সবুজ নিঃশ্বাস
ভালো লাগার ব্যাপারগুলো যেন এখানেই লুকানো ছিলো।
মাইলের পর মাইল পথ হাঁটা
দুঃস্বপ্নের আতঙ্কে নির্ঘুম রাত্রি যাপন ,
হারিয়ে ফেলার ভয়, পাবার আনন্দ
এগিয়ে যাওয়া তোর দিকে দ্বিধাহীন
চোখ থেকে গড়িয়ে পড়া জল, সংকটে কাঁপা বুক
কী এক বাজে আবেগে ডুবে থাকা !
আসলে এগুলো তো সবই মিথ্যা,ভিত্তিহীন
আদতে, আমরা সবাই একা ,ক্ষণিক অতিথি।
অধিকার, চোখ রাঙানি, শাসন বারণ
ভালো লাগার ফ্রেমে বন্দী সময়ের রসিকতা
পরষ্পরের দিকে বাড়িয়ে দেওয়া হাত।
সময়ে অসময়ে তৃষিত চোখ, পাপ ছুঁয়ে বাঁচা
এক সময় সব লেনদেনহীন এক বুক কষ্ট চেপে
ফিরে আসা উল্টো পথে উজাড় করে বন
তারপর পাখিদের ঘর ,ভীষণ নিস্তব্ধ,একা।
কবি : ফাতেমা ইসরাত রেখা
সাহিত্য সম্পাদক
মুক্তির ৭১ নিউজ ডট কম
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহিদ আজিজ
৪৪৮ বাউনিয়া,তুরাগ,ওয়ার্ড নং ৫২
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ঢাকা থেকে প্রচারিত এবং প্রকাশিত।
যোগাযোগ -০১৭৫৫৫১৬৯২১
ইমেইল -info@muktir71news.com