ঈশ্বরদী প্রতিনিধি:
জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ সকালে ঈশ্বরদী উপজেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশে নির্মানাধীন ৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃকৃতিক কেন্দ্রের মধ্যে ঈশ্বরদী সহ ৫০টি সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ধমর্ প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এমপির সভাপতিত্ব করেন।
এসময় ঈশ্বরদী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, ভারপ্রাপ্ত ইউএনও টিএম রাহসীন কবীর, অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার ভৌমিক, সাবেক পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রিয় সাংগঠনিক সচীব তৌহিদ আক্তার পান্না, কৃষি কর্মকর্তা মিতা সরকার,উপজেলা প্রকৌশলী এনামুল কবীর,ওসি অরবিন্দ সরকার,মাদক বিভাগের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
মুক্তির ৭১/নিউজ /মামুনুর