নিউজ ডেস্কঃ
উৎসবের কবি' অভিধায় 'পথিক সম্মাননা' পেলেন কবি-কথক সালেম সুলেরী। তুলে দিলেন সচিব ও বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি আসাদ মান্নান। সঙ্গে ছিলেন প্রধান অতিথি, বিশেষ অতিথি, উদ্যোক্তা। যথা লেখক-অভিনেতা-অনুবাদক খায়রুল আলম সবুজ। গীতিকবি শহীদুল্লাহ ফরায়েজী, 'পথিক' সম্পাদক কবি তারেক মাহমুদ।
লিটলম্যাগ পথিক-এর ২৬ বছর পূর্তি উপলক্ষে ঋদ্ধ অনুষ্ঠান। আয়োজিত হয় শিল্পকলা একাডেমি'র শীতাতপ নিয়ন্ত্রিত মিলনায়তনে। ২৬ জন কবি-সংস্কৃতিসেবী কথা, কবিতায় অংশ নেন।
অনুষ্ঠান সভাপতি কবি আসাদ মান্নান 'পথিক'-এর উদ্যোগকে স্বাগত জানান। কবি সালেম সুলেরী'কে বিশ্ববাতায়নের কবি' বলে আখ্যায়িত করেন। কবির পঠিত ছড়া ও কবিতার ভূয়শী প্রশংসা করেন। 'তিনবাংলা'র গ্লোবাল প্রেসিডেন্ট'রূপে বিশ্ব-অভিযাত্রাকেও স্বাগত জানান।
প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সালেম সুলেরী গুরুত্বপূর্ণ অভিমত দেন। বলেন, বিশ্বমানের গদ্যধারাকে আত্মস্থ করতে হবে। ছন্দ হচ্ছে কবিতার প্রধান পোশাক যা জানা-মানা জরুরী। অনুষ্ঠানটি পরিচালনা করেন 'পথিক সম্পাদক, অভিনেতা তারেক মাহমুদ।
মুক্তির ৭১/নিউজ /শ্রুতি
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহিদ আজিজ
৪৪৮ বাউনিয়া,তুরাগ,ওয়ার্ড নং ৫২
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ঢাকা থেকে প্রচারিত এবং প্রকাশিত।
যোগাযোগ -০১৭৫৫৫১৬৯২১
ইমেইল -info@muktir71news.com