নেত্রকোনা প্রতিনিধি:
বুধবার (২৬ জুলাই) বিকেল সাড়ে তিনটার দিকে নেত্রকোনা শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হলেন,নেত্রকোনা সদর উপজেলার কালিয়ারা গাবরাগাতী (নাগালা) গ্রামের মৃত দুলাল মিয়ার ছেলে মোঃ আরিফ (২৪) ও যশোরের অভায়নগর উপজেলার শ্রীদারপুর এলাকার আব্দুল্লাহ শেখের ছেলে মোঃ বিল্লাল শেখ(৩২)।
অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করে জানান, ওসি, ডিবি (পশ্চিম) মোহাম্মদ শাহনূর আলমের নেতৃত্বে সঙ্গীয় এসআই (নিঃ) সঞ্জয় সরকার, এএসআই (নিঃ) মোঃ মফিজুল হক এবং সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে নেত্রকোনা পৌর শহরের পারলা ঢাকা বাসস্ট্যান্ড হোটেল আপ্যায়নের সামনে নেত্রকোনা টু ময়মনসিংহগামী পাকা রাস্তার উপর থেকে তাদের আটক করে।
পরে তাদের তল্লাশী করে ৫০০ (পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের যথাযথ ধারায় মামলা রুজু ও বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মুক্তির ৭১/নিউজ /কামরুল