স্টাফ রির্পোটারঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় গত বৃহস্পতিবার ২৯ জুন সকালে আমের ট্রাক ও গরু বোঝাই পিক-আপের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত ও ২জন আহত হয়েছে। এসময় পিক-আপে থাকা ৩টি গরু মারাগেছে। এদিন সকাল ৭ টায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গাইবান্ধা সদর থানার ফুলিবাড়ি গ্রামের হাবিবুর রহমানের ছেলে সুজন (৩২), সাঘাটা থানার হাসিলকান্দি গ্রামের সবুর হোসেনের ছেলে রাব্বি (২৬), নাটোর বাগাতিপাড়া থানার প্যারাবাড়িয়া গ্রামের সোরহাবের ছেলে রানা (৩০) ও একই গ্রামের শরিফুলের ছেলে আয়ান (৪)
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির জানান, আম বোঝাই ট্রাকটি রাজশাহী থেকে হাটিকুমরুলগমী ও গরু বোঝাই পিক-আপটি বনপাড়াগামী হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের পুকুরপাড় এলাকায় পৌছিলে মুখমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে শিশুসহ ৪জন মারা যায় ও ২জন আহত হয়। এসময় পিক-আপে থাকা তিনটি গরুও মারা যায়।
মুক্তির ৭১/ নিউজ/ হু. কবির
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহিদ আজিজ
৪৪৮ বাউনিয়া,তুরাগ,ওয়ার্ড নং ৫২
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ঢাকা থেকে প্রচারিত এবং প্রকাশিত।
যোগাযোগ -০১৭৫৫৫১৬৯২১
ইমেইল -info@muktir71news.com