স্টাফ রির্পোটারঃ
কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলায় রবিবার ২৫ জুন ট্রলিচাপায় বাবা ও ছেলে নিহত হয়েছেন।
এদিন সকাল ১১ টায় উপজেলার বিদ্যাবাগিশ এলাকার চাঁদের বাজার নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত বাবা ও ছেলে উপজেলার ধর্মপুর গ্রামের একরামুল হক (৪৮) ও তার শিশুসন্তান মাসুদ রানা (৯)।
স্থানীয়রা জানান, ঘটনার দিন সকালে ১১ টায় একরামুল হক তার দুই ছেলে মাসুদ রানা ও মিলন মিয়াকে নিয়ে পার্শ্ববর্তী ভাঙামোড় গ্রাম শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন। বড় ছেলে মিলন মিয়া একটি সাইকেল। আর একরামুল হক ও তার ছোট ছেলে মাসুদ রানাকে নিয়ে আরেকটি সাইকেল চালিয়ে উপজেলা সদর বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে চাঁদের বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলি চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে একরামুলের সাইকেলে ধাক্কা দেয়। এতে ওই ট্রলির নিচে পড়ে যান বাবা একরামুল ও তার ছেলে মাসুদ রানা। পরে প্রতক্ষদর্শীরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশু মাসুদকে মৃত ঘোষণা করেন। অপরদিকে একরামুলকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে ওইদিন বিকেল ৩ টার দিকে তিনিও মারা যান।
ফুলবাড়ি থানার এসআই এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাবা-ছেলের নিহতের ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মুক্তির -৭১ নিউজ/ হু কবির
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহিদ আজিজ
৪৪৮ বাউনিয়া,তুরাগ,ওয়ার্ড নং ৫২
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ঢাকা থেকে প্রচারিত এবং প্রকাশিত।
যোগাযোগ -০১৭৫৫৫১৬৯২১
ইমেইল -info@muktir71news.com