সাথী ইসলাম:
আমাকে মনে করার মত তেমন কেউ নেই
যে আমায় ভেবে মন খারাপ করবে,
যে আমার জন্য অপেক্ষা করবে
অপেক্ষায় ক্লান্ত হয়ে কেঁদে কেঁদে চোখ ভাসাবে।
আমাকে মনে করার মত তেমন কেউই নেই,
যে প্রতিদিন আমার খোঁজ নিবে
একটু কল দিয়ে জিজ্ঞেস করবে "কিরে কেমন আছিস" ।
মন ভালো আছে তোর।
এমন কেউ ও নেই
যে ঘুমাতে যাওয়ার আগে হলেও একবার বলবে
এ পৃথিবীতে তোমার মত আমার আর কেউ নেই।
শুধু তুমি পাশে থাকলে শত দুঃখের মাঝেও আমি হাসতে পারি।
তুমি থাকলে আমার আর কিচ্ছু চাই না ।
যে বিনা প্রয়োজনে আমার একটু খোঁজ নিবে।
পায়ে পা মিলিয়ে এগিয়ে দিবে একটু পথ।
আমার জীবনের কঠিনতম মুহূর্তে একটু সাহস দিয়ে বলবে
তুমি ঠিক পারবে।
আমার এমন কেউও নেই।
সত্যি বলতে আমার "আমার" বলতে কোনো মানুষ নেই
প্রয়োজন ছাড়া আমি সবার পর,
আমি ছাড়া এ পৃথিবীতে আমার বলতে আর কেউ নেই।
আমি ভীষণ রকম একা
যেমন একা হয় নদীর স্রোতে ভেঙে যাওয়া চর ।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহিদ আজিজ
৪৪৮ বাউনিয়া,তুরাগ,ওয়ার্ড নং ৫২
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ঢাকা থেকে প্রচারিত এবং প্রকাশিত।
যোগাযোগ -০১৭৫৫৫১৬৯২১
ইমেইল -info@muktir71news.com