শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং
  • প্রচ্ছদ

  • বাংলাদেশ

  • রাজনীতি

  • বিশ্ব

  • বাণিজ্য

  • মতামত

  • খেলা

  • বিনোদন

  • চাকরি

  • জীবনযাপন

  • শিক্ষা

  • প্রযুক্তি

  • গ্যাজেটস

  • সড়ক দুর্ঘটনা

  • ধর্ম

  • আইন আদালত

  • জাতীয়

  • নারী

  • সশস্ত্র বাহিনী

  • গণমাধ্যম

  • কৃষি

  • সাহিত্য পাতা

  • মুক্তিযুদ্ধ

  • আইন শৃঙ্খলা

  • আইন শৃঙ্খলা

  • কৃষি

    পবা উপজেলায় বিশ্ব পরিবেশ দিবসে তালগাছ রোপন

    নিজস্ব প্রতিবেদক থেকে
    প্রকাশ: ০৬ জুন ২০২৩ ইং
          231
    ছবি: তালগাছ রোপণ করেন উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা
      Print News


    নিজস্ব প্রতিবেদক: 

    রাজশাহীর পবা উপজেলায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে তালের চারা রোপন করা হয়েছে। আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। এর আগে বিশ্ব পরিবেশ দিবস বিষয়ে সচেতনমুলক বর্নাঢ্য র‌্যালী অনুষ্ঠিত।


    সোমবার পবা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে উপজেলার নওহাটা পৌরসভার বায়া বালিকা উচ্চ বিদ্যালয়ের মোড় হতে পাকুড়িয়া পর্যন্ত এক কিলোমিটার রাস্তার দুইপাশে তালগাছের চারা রোপন কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা। 

    এসময় উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে উপজেলায় বজ্রপাতের হার বৃদ্ধি পেয়েছে। আগামীর প্রজন্মকে বজ্রপাতে মৃত্যুর হাত থেকে বাঁচাতে তাল গাছ রোপন করা হচ্ছে। তালগাছ বজ্রপাত নিরোধে সহায়তা করে। তালগাছেরে উচ্চতা ও গঠনগত দিক থেকেও বজ্রপাত নিরোধে সহায়ক। এসব তালগাছের চারা বড় হলে রাস্তার সৌন্দর্য্যবর্ধনসহ মানুষের কল্যাণে আসবে। তিনি রোপনকৃত তালগাছের চারা রক্ষণাবেক্ষণে সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধি ও জনসাধারণকে সচেষ্টা থাকার অনুরোধ জানান।


    উপজেলা কৃষি কর্মকর্তা শামসুন নাহার ভূঁইয়া এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিভাগের জন্য কৃষি উন্নয়ন প্রকল্প আধুনিক প্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-প্রকল্প পরিচালক এস এম আমিনুজ্জামান, উপজেলা সহকারী প্রোগ্রামার শহিদুল ইসলাম, নওহাটা পৌরসভার প্যানেল মেয়র-৩ ও কাউন্সিলর রেশভানু বেগম, বায়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক টিপু সুলতান, পাকুড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কবি হারুন অর রশিদ, উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুস সালাম, জালাল উদ্দিন, উপ-সহকারী কৃষি অফিসার সালাউদ্দিন আল মামুন সহ সকল ব্লকের উপ-সহকারী কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, কৃষক,সাংবাদিক, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

    এদিন বায়া বালিকা উচ্চ বিদ্যালয়ের মোড় হতে পাকুড়িয়া পর্যন্ত এক কিলোমিটার রাস্তার দুইপাশে ৪০০ টি তালগাছের চারা চারা রোপন করা হয়।

    আপনার মন্তব্য লিখুন
    Total Visitors : 487762

    সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহিদ আজিজ

            ৪৪৮ বাউনিয়া,তুরাগ,ওয়ার্ড নং ৫২

            ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ঢাকা থেকে প্রচারিত এবং প্রকাশিত।

            যোগাযোগ -০১৭৯৫২৫২১৪২

            ইমেইল -shahidazizmoonna@gmail.com