সোমবার, ০৭ অক্টোবর ২০২৪ ইং
  • প্রচ্ছদ

  • বাংলাদেশ

  • রাজনীতি

  • বিশ্ব

  • বাণিজ্য

  • মতামত

  • খেলা

  • বিনোদন

  • চাকরি

  • জীবনযাপন

  • শিক্ষা

  • প্রযুক্তি

  • গ্যাজেটস

  • সড়ক দুর্ঘটনা

  • ধর্ম

  • আইন আদালত

  • জাতীয়

  • নারী

  • সশস্ত্র বাহিনী

  • গণমাধ্যম

  • কৃষি

  • সাহিত্য পাতা

  • মুক্তিযুদ্ধ

  • আইন শৃঙ্খলা

  • আইন শৃঙ্খলা

  • বাংলাদেশ

    কবিতা : মনে রেখো

    সাথী ইসলাম থেকে
    প্রকাশ: ২৮ মে ২০২৩ ইং
          378
    ছবি: কবি সাথী ইসলাম
      Print News


    সাথী ইসলাম: 


    মনে রেখো একদিন তোমাকেও কাঁদতে হবে, 

    একদিন তোমারও খুব অভাব হবে।

    আমার মতই এক আকাশ কষ্ট হবে।

    বুক ফেটে কান্না আসবে , 

    চিৎকার করে কাঁদতে চাইবে, 

    কিন্তু কাঁদতে পারবে না। 


    সেদিন তোমার খুব আফসোস হবে, 

    মাঝ রাতে ঘুম ভাঙবে ঘুমাতে পারবে না। 

    চোখের জলে বালিশ ভেজাবে, 

    মুখ চেপে কান্নার আওয়াজ থামাবে, 

    তবুও আমাকে আর পাবে না। 


    মনে রেখো একদিন তুমিও একা হয়ে যাবে, 

    আমারই মত ভীষণ রকম একা। 

    তোমার পাশে হাজার মানুষ থাকলেও, 

    সেদিন তোমার একাকীত্ব কেউ দূর করতে পারবে না। 


    যে অভাব নিয়ে আমি বেঁচে আছি, 

    যে কষ্ট বুকে নিয়ে অর্ধমৃত হয়ে আছি, 

    যে অবহেলা যে চোখের জলে বুক ভাসাচ্ছি, 

    এ সবই একদিন তোমায় জড়িয়ে ধরবে।

    যেদিন আমি আর থাকবো না। 

    মনে রেখো...! 


    কাউকে ভালোবাসতে না পারো, 

    কখনো অভিনয় করো না ।

    কারো বিশ্বাস করো মন নিয়ে খেলা করো না ।

    ঘরির কাটার মতো সময়ও একদিন ঘুরে

    তোমার কাছেই ফিরে আসবে।

    সেদিন আফসোস ছাড়া, 

    তোমার আর কিছুই থাকবে না। 


    সেদিন থেকে আর বিরক্তিকর শব্দ

    "ভালোবাসিও" তোমায় বলবো না।

    হয়তো সেদিন তোমার আমার দুরত্ব হবে

    আকাশ থেকে মাটি। 

    সেদিন চাইলেও তুমি আমাকে আর পাবে না।

    আপনার মন্তব্য লিখুন
    Total Visitors : 725682