বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং
  • প্রচ্ছদ

  • বাংলাদেশ

  • রাজনীতি

  • বিশ্ব

  • বাণিজ্য

  • মতামত

  • খেলা

  • বিনোদন

  • চাকরি

  • জীবনযাপন

  • শিক্ষা

  • প্রযুক্তি

  • গ্যাজেটস

  • সড়ক দুর্ঘটনা

  • ধর্ম

  • আইন আদালত

  • জাতীয়

  • নারী

  • সশস্ত্র বাহিনী

  • গণমাধ্যম

  • কৃষি

  • সাহিত্য পাতা

  • মুক্তিযুদ্ধ

  • আইন শৃঙ্খলা

  • আইন শৃঙ্খলা

  • বাংলাদেশ

    ইমরানের শরীরে কোকেনের উপস্থিতি ! দাবি পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রীর

    আন্তর্জাতিক ডেস্ক থেকে
    প্রকাশ: ২৭ মে ২০২৩ ইং
          386
    ছবি: সাবেক প্রধানমন্ত্রী ইমরানের শরীরে কোকেন এবং অ্যালকোহলের উপস্থিতি ধরা পড়েছে বলে দাবি পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রীর। — ফাইল ছবি।
      Print News

    আন্তর্জাতিক ডেস্কঃ 


    পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতার করার পর তাঁর শারীরিক পরীক্ষা করানো হয়েছিল। তাতে ইমরানের শরীরে কোকেন এবং অ্যালকোহলের উপস্থিতির কথা জানা গিয়েছে, এমনটাই দাবী করেছেন পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী। 


    সমস্যা বেড়েই চলেছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের। তার শারীরিক পরীক্ষায়  ফল বেরিয়েছে, তিনি কোকেন নেন। এমনই দাবি করলেন পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী আব্দুল কাদির পটেল। তাঁর আরও দাবি, ইমরানের শরীরে অ্যালকোহলের (মদ) চিহ্নও মিলেছে।


    দুর্নীতি মামলায় ইমরান খানকে গ্রেফতারের পর তাঁর শারীরিক পরীক্ষা করা হয়েছিল। সেই রিপোর্টেই তাঁর শরীরে কোকেন এবং অ্যালকোহলের উপস্থিতির প্রমাণ মিলেছে। শুক্রবার  ২৬ মে আব্দুল কাদির এ কথা জানিয়েছেন। ইতিমধ্যেই ইমরানের বিরুদ্ধে রুজু রয়েছে শতাধিক মামলা। এ বার নিষিদ্ধ মাদকের উপস্থিতির প্রমাণ মিললে আরও বড় সমস্যায় পড়বেন পাকিস্তানের সাবেক এই  প্রধানমন্ত্রী।


    আব্দুল কাদির জানান, ইসলামাবাদের ‘পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস’-এর ৫ জন চিকিৎসকের প্যানেল ইমরানের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছিল। সেখানে ইমরানের মূত্রের নমুনা নেওয়া হয়। তাতেই পাওয়া গিয়েছে শরীরে বিষাক্ত রাসায়নিকের উপস্থিতি। সেই বিষাক্ত রাসায়নিকই কোকেন এবং অ্যালকোহল। 


    স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ইমরানের মেডিক্যাল পরীক্ষার সমস্ত রিপোর্ট প্রকাশ্যে আনা হবে। তাঁর দাবি, এই কারণেই ইমরান মানসিক ভারসাম্য হারিয়েছেন।


    গত ৯ মে ইসলামাবাদ হাই কোর্ট চত্বর থেকেই গ্রেফতার করা হয় ইমরানকে। তাঁর গ্রেফতারিকে ঘিরে পাকিস্তান জুড়ে অশান্তি তৈরি হয়। পথে নেমে নেতার গ্রেফতারির বিরোধিতা করতে শুরু করেন পিটিআই সমর্থকেরা। পরে অবশ্য জামিন পান ইমরান। তাঁকে কোনও মামলাতে এখনই গ্রেফতার করা যাবে না বলে রক্ষাকবচও দিয়েছে আদালত। এই আবহেই পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রীর এই দাবি ঘিরে জল্পনা বাড়ছে।


    তবে এ বারই প্রথম নয়, ইমরানের মাদকাসক্তির কথা আগেও প্রকাশ্যে বেরিয়ে এসেছিল। তাঁর প্রাক্তন স্ত্রী রেহাম খান অভিযোগ করেছিলেন যে, তিনি প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে কোকেন নেওয়ার সময় হাতেনাতে ধরেছিলেন। ইমরানের নেশা নিয়েও একাধিক বার মুখ খুলেছিলেন রেহাম। যদিও ইমরান কোনও দিনই এই অভিযোগকে গুরুত্ব দেননি।

    সূত্র- আনন্দ বাজার পত্রিকা অনলাইন 

    মুক্তির ৭১/নিউজ /এম এস এ

    আপনার মন্তব্য লিখুন
    Total Visitors : 486502

    সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহিদ আজিজ

            ৪৪৮ বাউনিয়া,তুরাগ,ওয়ার্ড নং ৫২

            ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ঢাকা থেকে প্রচারিত এবং প্রকাশিত।

            যোগাযোগ -০১৭৯৫২৫২১৪২

            ইমেইল -shahidazizmoonna@gmail.com