বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ইং
  • প্রচ্ছদ

  • বাংলাদেশ

  • রাজনীতি

  • বিশ্ব

  • বাণিজ্য

  • মতামত

  • খেলা

  • বিনোদন

  • চাকরি

  • জীবনযাপন

  • শিক্ষা

  • প্রযুক্তি

  • গ্যাজেটস

  • সড়ক দুর্ঘটনা

  • ধর্ম

  • আইন আদালত

  • জাতীয়

  • নারী

  • সশস্ত্র বাহিনী

  • গণমাধ্যম

  • কৃষি

  • সাহিত্য পাতা

  • মুক্তিযুদ্ধ

  • আইন শৃঙ্খলা

  • আইন শৃঙ্খলা

  • বাংলাদেশ

    বহিষ্কৃত ছাত্রলীগ নেতার নারী নিয়ে হলরুমে প্রবেশ : নিরাপত্তাকর্মীকে নোটিশ

    বিশ্ববিদ্যালয় প্রতিনিধি থেকে
    প্রকাশ: ২৩ মে ২০২৩ ইং
          166
    ছবি: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়
      Print News

    বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:


    রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের বহিষ্কৃত নেতা এস এম সজীব হোসাইন নারীকে নিজের রুমে নেওয়ায় দুই নিরাপত্তাকর্মীকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে কর্তৃপক্ষ। এই নিরাপত্তাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম হলে দায়িত্ব পালন করেন। সোমবার (২২ মে) তাদের নোটিস দেওয়া হয়।


    সিসিটিভি ফুটেজ অনুযায়ী, কবি কাজী নজরুল ইসলাম হল ছাত্রলীগের বহিষ্কৃত সাবেক সভাপতি এসএম সজীব হোসাইন গত ১৬ মে রাত ১০টা ৮ মিনিটে বহিরাগত এক নারী ও পাঁচ-ছয়জন তরুণকে সঙ্গে নিয়ে ২১৯ নম্বর রুমে প্রবেশ করেন। প্রায় দুই ঘণ্টা অবস্থানের পর রাত ১২টা ৫ মিনিটে তারা হল থেকে বের হন। সজীব ওই রুমে থাকেন।


    এর পূর্বে তার বিরুদ্ধে হল ক্যান্টিন-ডাইনিং এ চাঁদা বাজির অভিযোগ  উঠেছিলো। এমনকি শিক্ষকদের সাথে অসৎ আচরণ করার ও অভিযোগ উঠে। পরে শৃঙ্খলাভঙ্গের দায়ে তাকে গত বছর আগস্টে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়।


    রবিবার বিষয়টি শিক্ষার্থীদের মধ্যে জানাজানি হলে সজীব ফেসবুকে ছবিসহ একটি পোস্ট দেন। তিনি লিখেছেন, সাবেক রুমমেটের বিয়েতে যেতে না পারায় সেই রুমমেট ও রুমমেটের স্ত্রীসহ রুমমেটরা কেক কেটে উদযাপন করেন। তিনি প্রভোস্টের অনুমতি নিয়েছেন বলে পোস্টে উল্লেখ করেন। তবে প্রভোস্ট অনুমতি দেননি বলে জানিয়েছেন।


    ছেলেদের আবাসিক হলের রুমে মেয়েরা প্রবেশ বা রাতে অবস্থান করতে পারেন কি না, জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হারুনুর রশিদ বলেন, ’এটা ওই হলের প্রভোস্ট বলতে পারেন।’


    কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট কামাল উদ্দিন আহমেদের কাছে জানতে চাইলে তিনি বলেন, ’সজীব হলে মেয়ে নিয়ে প্রবেশ ও বের হওয়ার সিসিটিভি ফুটেজ আমাদের কাছে রয়েছে। আমি তাকে এ ধরনের কোনো অনুমতি কীভাবে দিতে পারি? এটা তো নিয়মবহির্ভূত। তাকে ঘটনার পরদিনই সতর্ক করা হয়েছে। সে আমার নাম ভাঙিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছে, এটা আমি জানতাম না।’


    ঘটনার পর সজীবকে কারণ দর্শানোর নোটিস না দিয়ে নিরাপত্তারক্ষীদের নোটিস দেওয়ায় সমালোচনা করেন শিক্ষার্থীরা। এ বিষয়ে প্রভোস্ট কামাল উদ্দিন বলেন, ’দায়িত্ব যথাযথভাবে পালনে গাফিলতি করায় আমরা গার্ডদের কারণ দর্শানোর নোটিস দিয়েছি। অভিযুক্ত সজীবকে সতর্ক করা হয়েছে।’


    তার ব্যাপারে পরে আর কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা বিষয়টি দেখব।‘


    বহিষ্কৃত ছাত্রলীগ নেতা সজীব এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে আগ্রহ দেখাননি। বিশ্ববিদ্যালয় থেকে কোনো সতর্কবার্তা পাননি বলে জানান তিনি।


    মুক্তির ৭১/নিউজ /আশরাফুল

    আপনার মন্তব্য লিখুন
    Total Visitors : 462112

    সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহিদ আজিজ

            ৪৪৮ বাউনিয়া,তুরাগ,ওয়ার্ড নং ৫২

            ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ঢাকা থেকে প্রচারিত এবং প্রকাশিত।

            যোগাযোগ -০১৭৯৫২৫২১৪২

            ইমেইল -shahidazizmoonna@gmail.com