ফাতেমা ইসরাত রেখা:
কী এমন ক্ষতি হয় বলো
একবার বললেই খুব ভালোবাসি,
খুনসুটি অভিমান হলোই বা কিছুটা
তা বলেই করবে কি শত দোষে দোষী ?
কী এমন অভিমান চেপে রেখে বুকে
যাতনায় পুড়িয়ে পুড়ো নিজে ,
কেবলই দুঃখ সয়ে,আমাকে দুঃখ দিয়ে
কি সুখ পাও বুঝি না যে।
কী এমন ভাবনায় হও এলোমেলো
হারিয়ে ফেলে পথের ঠিকানা,
আমাকে হারাতে করো কেন এত ছল ?
মরুর তাণ্ডবে উড়িয়ে নিশানা।
কী এমন ত্যাগ আছে বলো
যে ত্যাগে তুমি সুখী হবে,
আমার জাগতিক সব চাওয়া পাওয়া
তোমার আনন্দ লভে ধরাতে লুটাবে।
কী এমন বেদনার নীল বিষে বলো
দহনে দহনে একা জ্বলো,
এলোমেলো হলে হোক আমার জীবন
তবু চাই, তুমি থাকো ভালো।
কী এমন ক্ষতি যদি একবার বলো
আমাকে তোমার আর নেই প্রয়োজন,
তোমার পৃথিবী থেকে বহুদূরে যাবো
ভুলে যাবো পৃথিবীর সব আয়োজন।
ফাতেমা ইসরাত রেখা
সাহিত্য সম্পাদক
মুক্তির ৭১ নিউজ ডট কম
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহিদ আজিজ
৪৪৮ বাউনিয়া,তুরাগ,ওয়ার্ড নং ৫২
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ঢাকা থেকে প্রচারিত এবং প্রকাশিত।
যোগাযোগ -০১৭৫৫৫১৬৯২১
ইমেইল -info@muktir71news.com