ফাতেমা ইসরাত রেখা:
কে আছে বসে অপেক্ষা রেখে চোখে
দেহে, মনে ধূসর গোধুলির রঙ মেখে
হাতের মুঠোয় অল্প সময়ে যতো কথা
সব কি ছিলো সময়ের ভুল কথকতা?
আমি যাচ্ছি চলে এবারেই প্রথম বার
দেখছে না সে ভাবছে ফিরবো আবার
কিন্তু সময় কিংবা সুযোগ বার বার
ফিরে না,আসে না যে যায় চলে আর।
মুখটা মলিন চোখে ঝরছে কেবল জল
বুক ভরা ব্যথাভার ক্ষয়ে ক্ষয়ে ছলছল
করুণ সে আঁখি আজ ভাষাহীন, নির্বাক
হু-হু করে কাঁদে শূন্যের মেঘেরা অবাক।
মৃত্যু সময় পাথরের মতো কঠিন,সবুজ
আমরা মানুষ কখনো বা শিশুময় অবুঝ
পোষা পাখিও আঁধারে খাবার খুঁটে খায়
মানুষের মন তারও কঠিন বোঝা দায়।
বার বার চলে গিয়ে, ফিরে ফিরে এলে
সস্তা ভেবেই যতো অবহেলা বেড়ে চলে
এবারেই শেষ কিংবা প্রথম, আর নয়
চলেই যাচ্ছি, মাথায় নিয়ে যাবার দায়।
ফাতেমা ইসরাত রেখা
সাহিত্য সম্পাদক
মুক্তির ৭১ নিউজ ডট কম
ছবি: লুৎফুলনেছা সুমি আক্তার
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহিদ আজিজ
৪৪৮ বাউনিয়া,তুরাগ,ওয়ার্ড নং ৫২
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ঢাকা থেকে প্রচারিত এবং প্রকাশিত।
যোগাযোগ -০১৭৫৫৫১৬৯২১
ইমেইল -info@muktir71news.com