কুলিয়ারচর প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়ন আব্দুল হামিদ ভূঞা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
শনিবার (৩ডিসেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এস. এম আজিজ উল্ল্যাহ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের নব-নির্বাচিত সভাপতি মুহাম্মদ খলিলুর রহমান ভূঞা, অভিভাবক সদস্য মো. আবুল কালাম আজাদ, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য ফাতেমা আক্তার, দাতা সদস্য মো. গিয়াস উদ্দিন, প্রধান শিক্ষক মো. আব্দুল কাদির সহ শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
মুক্তির ৭১/নিউজ / কাইসার