ফাতেমা ইসরাত রেখাঃ
মুহূর্ত বিলীন হয়ে যায়
ফিরে আসে ক্ষণিক আলোকে
আঁখির পলকে পলকে আঁধার
আঁখির কাজলে আলোময়,
তুমি নও, আমি নই, নই আমরা কেউ
এ বিশ্ব চরাচর কিংবা নদীর ঢেউ
অথচ সে যে সর্বত্র বিরাজমান
অনন্ত অসীম তিনি, মালিক দয়াময়।
তোমার মাঝে নিজেকে হারাই
তোমার মাঝেই লুকিয়ে বাঁচি
হারাতে হারাতে আমি আবার
তোমার কাছেই ফিরে আসি,
মাটিতে গড়া মানুষ আমরা সবাই
এ মাটির বুকে দাঁড়াই, হেঁটে চলি
জন্ম মৃত্যু পার হয়ে আবার সেই
অনন্ত স্থিতিতে চলি ভাসি।
নিত্য গীতে বাজে শূন্যতা হেথা
নিত্য পুষ্প ফুটে গাছে গাছে
এই বিশ্বের মায়া কাছে টানে খুব
ক্ষণিকের অতিথি জেনেও স্বাভাবিক,
আমরা ছুটি ক্লান্তিহীন শেষ পর্যন্ত
ছুটে চলি দিনলিপি লিখে রেখে
তোমার পানে ধেয়ে চলে অগণন
অবশেষে হয়ে যাই অতিমানবিক।
ফাতেমা ইসরাত রেখা
সাহিত্য সম্পাদক
মুক্তির ৭১ নিউজ ডট কম